পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কেওয়াইসি’র জটিলতার কথা বলে আর কাউকে রেশন কার্ড থেকে বঞ্চিত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। ফলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সকল পরিযায়ী শ্রমিককে আগামী তিন মাসের মধ্যে রেশন কার্ড দিতে হবে।
২০২০ সালে করোনা মহামারীর জেরে লকডাউনের সময় দেখা গিয়েছিল কোটি কোটি পরিযায়ী শ্রমিক নিজের কর্মস্থল ছেড়ে বাড়িতে ফিরে এলেও রেশন কার্ড না থাকায় বিনামূল্যে খাদ্যশস্য পাননি। এই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল। পরে দেখা যায় কেন্দ্রীয় সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা ই-শ্রম পোর্টালে ২৮৮ মিলিয়ন পরিযায়ী শ্রমিকের নাম থাকলেও তার মধ্যে ৮০ মিলিয়নেরই রেশন কার্ড নেই।
এই নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ২০ এপ্রিল, ২০২৩ সালের সেই মামলায় সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে দু’মাস সময় বেঁধে দিয়ে সকল পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দেওয়ার কথা বলেছিল। কিন্তু সেই অনুযায়ী কাজ হয়নি। তাই ফের বিষয়টি সর্বোচ্চ আদালতের নজরে এনেছিলেন প্রশান্ত ভূষণ।
সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহ কড়া নির্দেশ দিয়ে কেন্দ্রকে জানিয়েছেন, আর অতিরিক্ত তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে সকল পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দিতেই হবে। ই-কেওয়াইসি জনিত জটিলতার কথা বলে কাউকে বঞ্চিত করা যাবে না।
এক্ষেত্রে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, সর্বোচ্চ আদালতের নির্দেশ নীতিগতভাবে মেনে নিয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী খুব দ্রুত কাজ করা হবে।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকার এর আগেই ঘোষণা করেছিল, এক দেশ এক রেশন পদ্ধতির মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকলেও এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে নিজেদের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ বাংলার পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে কখনও কেরল, কখনও গুজরাটে থাকলেও সব জায়গা থেকেই তিনি প্রতি মাসে নিয়ম করে রেশন তুলতে পারবেন।
কিন্তু রেশন কার্ড না থাকাতে কোনও সুবিধাই পাচ্ছিলেন না পরিযায়ী শ্রমিকরা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর পরিযায়ী শ্রমিকদের রেশন পাওয়া নিয়ে সমস্যা দূর হতে চলেছে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 Jio-র পৌষ মাস, Paytm-এর সর্বনাশ! জিও এইভাবে লুটে নিল ফায়দা
👉 স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে
👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI
👉 ২ চাকা, ৪ চাকা যাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! কীভাবে পাবেন জানুন
👉 Jio-কে টেক্কা দিতে নতুন কোম্পানির সিম আনছে আদানি? আবারো ৩ মাস সবকিছু ফ্রি?
👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান