রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সমস্ত জিনিসের এক্সপায়ারি ডেটের মত রান্নার গ্যাস সিলিন্ডার, অর্থাৎ বাড়িতে যে এলপিজি সিলিন্ডার আসে তারও এক্সপায়ারি ডেট আছে। এই বিষয়টা হয়ত অনেকেই জানতেন না। কিন্তু সহজ একটা-দুটো জিনিস মাথায় রাখলেই আপনারা রান্নার গ্যাস সিলিন্ডারে এক্সপায়ারি ডেট বুঝতে পেরে যাবেন। সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে এলে সেটা ফিরিয়ে দেবেন। কারণ এই মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো থেকেই বেশিরভাগ সময় দুর্ঘটনা ঘটে।

রান্নার গ্যাস সিলিন্ডারের এক্সপায়েরি তারিখ জানার জন্য আপনাকে কেবলমাত্র একটি নম্বর মাথায় রাখতে হবেএলপিজি সিলিন্ডারের উপরের দিকে যে প্লেটের মত থাকে তার একটির পাশে নির্দিষ্ট কোড লেখা থাকে। ইংরেজি হরফের a, b, c, d দিয়ে সেই কোডগুলি লেখা শুরু হয়। এরপর থাকে দুটি সংখ্যা।

a, b, c, d এই চারটি কোড দিয়ে আসলে বছরের ১২ টা মাসকে ভাগ করা হয়। অর্থাৎ এক একটি কোডের অধীনে তিনটি করে মাস বোঝানো হয়। আর পরের দুটি সংখ্যা বা নম্বর দিয়ে গ্যাস সিলিন্ডার পরীক্ষার তারিখ বুঝিয়ে থাকে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি।

এই বিষয়টি জেনে যাওয়ার পর তা ব্যাখ্যা করা বা সকলের সামনে তুলে ধরা আপনাদের পক্ষে এবার থেকে অনেকটাই সহজ হবে। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার বুঝে নিন, গ্যাস সিলিন্ডারের উপরের দিকে যে কোড লেখা থাকে তা দিয়ে সিলিন্ডারটি কবে পরীক্ষা করা হয়েছে বা চেক করা হয়েছে সেটা বোঝানো হয়।

এবার যদি দেখেন গ্যাস সিলিন্ডার পরীক্ষা করার তারিখ বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তবে ডেলিভারিম্যান যে কথাই বলুক না কেন সেই সিলিন্ডার নেবেন না। কারণ নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যা‌ওয়ার পর ওই সিলিন্ডারের সিকিউরিটি চেক নিয়ে সংশয় দেখা দিতে পারে

সাধারণত মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার গ্রাহকদের গ্যাস কোম্পানিগুলোর দেওয়ার কথা নয়। কিন্তু অনেক সময় চাহিদা ও যোগানের ঘাটতির কারণে তাড়াহুড়ো করতে গিয়ে তাঁরা এই ভুল করে থাকেন। এবার গ্যাস সরবরাহকারী সংস্থা ভুল করল বলে আপনি তার ফাঁদে পা দেবেন। সেটা তো হয় না। তাই বিষয়টি জেনে নিয়ে আপনার নিজে থেকে সতর্ক থাকা উচিত।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI

👉 NCMC কার্ড করুন KYC ছাড়াই, আর পেয়ে যান ৩০০০ টাকার সুবিধা

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

👉 রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ১ সুখবর দিল RBI, কিন্তু হিসেব মিলছে না

👉 DA নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, একটুর জন্য শুনানি আটকে গেল

Leave a Comment