রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকদিন থেকেই আমজনতার অভিযোগ, টোটোর দৌরাত্ম্যে দুর্ঘটনা বাড়ছে, যানজট হচ্ছে পথে-ঘাটে। বিষয়টা নিয়ে বহুদিন ধরেই সমস্যায় পড়তে হচ্ছে মফস্বল ও গ্রামের অসংখ্য মানুষকে। এই সমস্যা থেকে সাধারণ মানুষদের রেহাই দিতে টোটোকে এবার নিয়মে বাঁধার উদ্যোগ নিল পরিবহণ দফতর। উল্লেখ্য এর আগে টোটো চলাচলের ক্ষেত্রে পরিবহণ দফতরের নির্দিষ্ট কোন‌ও নিয়ম-কানুন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছিল না।

জেলার গ্রাম ও শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। ব্যাঙের ছাতার মতো প্রতি মুহূর্তে বাড়ছে টোটোর সংখ্যা। কে বৈধ আর কে অবৈধ বোঝার কোন‌ও উপায় নেই। বেকাররা রোজগারের আশায় ইচ্ছেমত টোটো কিনে রাস্তায় চালাতে শুরু করে দিচ্ছেন। তার ফল হল তীব্র যানজট। বারাসত, মধ্যমগ্রাম, বসিরহাট, বাদুড়িয়া, জয়নগর, বারুইপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ সহ রাজ্যের সর্বত্র ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না মানুষ।

কারণ সব জায়গাতেই রাস্তা দখল করে হয় দাঁড়িয়ে থাকছে টোটো, নয়ত তাদের ইচ্ছেমত চলাচলের ফলে বাস, অটো, বাইক এগোতে পারছে না। যাত্রী তোলা নিয়ে বৈধ পরিবহণ ব্যবসায়ীদের মধ্যে টোটো চালকদের ঝামেলা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। টোটোর এই অনিয়ন্ত্রণহীন কারবারের উপর লাগাম পড়াতে এবার কড়া নিয়ম চালু করা হল।

টোটোকে নিয়ন্ত্রণে রাখতে কী ব্যবস্থা করল সরকার?

১/৬: কলকাতা শহরের বেশিরভাগ জায়গায় এখনও টোটোকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি যত শহর ও পুর এলাকা আছে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। আর গ্রামাঞ্চলের কথা তো বাদই দিন। এমনিতেই শহর ও পুর এলাকাগুলোতে আগে থেকেই বিপুল পরিমাণ অটো চলাচল করত।

২/৬: এবার সেখানে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তায় বেরিয়ে যাতায়াত করা দায় হয়ে দাঁড়িয়েছে। একঝলক দেখলে অনেক সময় মনে হবে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি! ফলে পথে বেরিয়ে চলাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। টোটোর সংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় বহু জায়গায় যানজট রোজের বিষয়ে পরিণত হয়েছে।

৩/৬: এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এবার প্রতিটি বৈধ টোটোয় বিশেষ QR Code-এর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি টোটোয় এই বিশেষ QR Code লাগানো থাকবে, যা স্ক্যান করলে টোটোর রেজিস্ট্রেশন নম্বর, তার ইঞ্জিন নম্বর, চালকের সম্বন্ধে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। ফলে কোন‌ও টোটোর বিরুদ্ধে অভিযোগ জানানোর থাকলে যাত্রীরা সহজেই ওই QR Code স্ক্যান করে সবকিছু তথ্য পেয়ে যাবেন। সেটি কোন রুটে চলছে এই সব কিছু তথ্য বেরিয়ে আসবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪/৬: জঙ্গিপুরে আবার টোটো-কে নিয়ন্ত্রণের রাখতে বিশেষ নম্বর প্লেটের ব্যবস্থা করা হয়েছে। যে টোটোয় এই নম্বর প্লেট থাকবে না সে অবৈধ বলে বিবেচিত হবে।

৫/৬: যে টোটোয় ওই QR Code থাকবে না তার চালকের লাইসেন্স এবং টোটোটির রুট পারমিট বাতিল করা হবে। সংশ্লিষ্ট চালককে আর কোথাও টোটো চালাতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে।

৬/৬: রাজ্যের মধ্যে সর্বপ্রথম মধ্যমগ্রাম ও বারাসত পুরসভা এই নিয়ম কঠোরভাবে চালু করে। পরবর্তীতে বসিরহাট, মুর্শিদাবাদ সহ আরও কিছু পুর এলাকায় এই নিয়ম চালু হয়েছে। এবার সেই প্রক্রিয়ায় নাম লেখাল মুর্শিদাবাদের জঙ্গিপুর।

রাজ্য পরিবহণ দফতরের টোটো নিয়ন্ত্রণের এই সিদ্ধান্তে খুশি আমজনতা।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

👉 ১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট

👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 ২ টাকা না! এই জায়গায় ১৫ টাকা দাম কমল পেট্রোল ও ডিজেলের

👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারো সুখবর! কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী

Leave a Comment