আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল নম্বর পোর্ট (PORT) করার পরিকল্পনা থাকলে এবার বড় ধাক্কা খেতে হবে। বিশেষ করে যারা ঘন ঘন মোবাইল নম্বর এক কানেকশন থেকে অন্য কানেকশনে পোর্ট করেন তাঁদের জন্য এবার দুঃসংবাদ। কারণ নির্দিষ্ট একটি সময় না গেলে আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ট্রাই।

২০০৯ সালে শেষবার মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম পরিবর্তিত হয়েছিল। এরপর মোবাইল কানেকশন নেওয়ার নিয়ম কানুন আমূল বদলে গিয়েছে। এখন বায়োমেট্রিক যাচাই ছাড়া নতুন সিম নেওয়া যায় না। তার পাশাপাশি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ কতগুলি সিম থাকতে পারবে সেই সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে।

এবার মোবাইল নম্বর পোর্টেবিলিটির সময়সীমাও বেঁধে দিল ট্রাই (TRAI)। তারা জানিয়েছে, প্রতারণার ঘটনা ঠেকাতে এবার থেকে একটি কানেকশনে মোবাইল নম্বর পোর্ট করার সাত দিনের মধ্যে আর নতুন করে অন্য নম্বরে পোর্ট করা যাবে না।

অর্থাৎ ট্রাই-এর নির্দেশের ফলে একটি কানেকশন থেকে অন্য একটি মোবাইল কানেকশনে নম্বর পোর্ট করলে অন্ততপক্ষে সাত দিন আপনাকে সেটি ব্যবহার করতে হবে। তারপর মনে করলে আবার নতুন করে পোর্টেবিলিটির রিকোয়েস্ট পাঠাতে পারেন। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থা আপনার আবেদন গ্রহণ করতে বাধ্য।

এমন নিয়মের কারণ হল, কোনও একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কানেকশন অন্ততপক্ষে ৭ দিন ব্যবহার না করলে UPC তৈরি করতে পারে না সংস্থা। আর এই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারকরা তাদের জাল পাতে। তাই প্রতারণার ঘটনা থেকে দেশের মানুষকে রক্ষা করতে ট্রাই এই নতুন নির্দেশ দিয়েছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর এই নতুন নির্দেশের ফলে সাধারণ মোবাইল গ্রাহকদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ সাধারণ গ্রাহকরা সাধারণত এত ঘন ঘন মোবাইল কানেকশন বদলান না। কিন্তু যারা মোবাইল সার্ভিস ব্যবহার করে দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকেন বা অন্যরকম পরিকল্পনা করে থাকেন, তাঁদের ক্ষেত্রেই ঘনঘন সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের প্রয়োজন পড়ে।

তবে কারণ যাই হোক এবার আর চাইলেই আপনি জিও থেকে এয়ারটেল, এয়ারটেল থেকে আবার জিও বা ভি যখন তখন যেখানে খুশি যেতে পারবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 NCMC কার্ড করুন KYC ছাড়াই, আর পেয়ে যান ৩০০০ টাকার সুবিধা

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ১ সুখবর দিল RBI, কিন্তু হিসেব মিলছে না

👉 DA নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, একটুর জন্য শুনানি আটকে গেল

👉 ডবল ধামাকা! বছরে ২ বার করে IPL, কোন কোন সময়ে হবে?

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

👉 রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন

Leave a Comment