ডবল ধামাকা! বছরে ২ বার করে IPL, কোন কোন সময়ে হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্রিকেট প্রেমীদের জন্য এ যেন জোড়া ধামাকা। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৪-এর IPL. প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মারকাটারি ম্যাচ দিয়ে আইপিএল শুরু হওয়া নিয়ে এখনই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে এল আরও এক বড় আপডেট।

সূত্রের খবর এবার বছরে দুবার আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI. ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নাকি ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। গোটা বিষয়টি চূড়ান্ত রূপ পাবে ২০২৪-এর আইপিএল শেষ হওয়ার পর। যে খবর জেনে ক্রিকেট ভক্ত, বিশেষ করে তরুণ প্রজন্ম বেশ উত্তেজিত।

এবারের আইপিএল চলাকালীন দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে একটা সময় জল্পনা ছড়িয়েছিল আইপিএল বিদেশে চলে যেতে পারে। আরব আমিরশাহি বা দক্ষিণ আফ্রিকায় আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন অনেকেই। কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর IPL চেয়ারম্যান অরুণ ধুমল প্রকাশ্যে জানিয়ে দেন, আইপিএল বিদেশে যাবে না, দেশের মাটিতে এবার সব ম্যাচ হবে।

এদিকে নির্বাচনের কারণেই আইপিএলের পুরো ফিক্সচার এখনও ঘোষণা করা হয়নি। তবে যেহেতু লোকসভা নির্বাচনে দিনক্ষণ সম্পূর্ণ ঘোষণা করে দেওয়া হয়েছে, তাই আগামী কয়েকদিনের মধ্যেই ২০২৪ আইপিএল-এর বাকি ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বিসিসিআইয়ের একটি সূত্রের খবর, আইপিএলের ব্যাপক জনপ্রিয়তা এবং তার বাণিজ্যিক লাভের কথা মাথায় রেখেই এবার বছরে দু’বার করে আয়োজনের কথা ভাবতে শুরু করেছে বিসিসিআই। এক্ষেত্রে প্রথমেই একটা প্রশ্ন উঠছে, আইসিসি’র ক্যালেন্ডারের মধ্যে বছরে দু’বার জায়গা করাটা কীভাবে সম্ভব?

এই প্রসঙ্গে মনে রাখতে হবে আইসিসি আর্থিকভাবে বিসিসিআইয়ের উপর অনেকটাই নির্ভরশীল। বিশ্বের বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলোও এই বিষয়ে বহুলাংশে নির্ভরশীল থাকে ভারতীয় বোর্ডের উপর। তাই সকলকে বুঝিয়ে শীতকালে আইপিএলের আরও একটি মিনি আসর বসানো সম্ভব হবে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

উল্লেখ্য, আগামী দিনে ক্রিকেট অনেকটাই ফুটবলের মত ক্লাবভিত্তিক খেলা হয়ে উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের একাংশের। সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আইপিএল বছরে দু’বার আয়োজন করার দিকে ঝুঁকছে বিসিসিআই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক্ষেত্রে শীতকালে আইপিএল-এর আরেকটি আসর ছোট ফরম্যাটে করা হতে পারে। সেক্ষেত্রে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ T-10 ফর্ম্যাটেও এটি আসতে পারে। তবে গোটা বিষয়টাই বর্তমানে পুরোপুরি পরিকল্পনা স্তরে আছে। এবারের আইপিএল শেষ হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন ভারতীয় বোর্ড কর্তারা।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 ২ টাকা না! এই জায়গায় ১৫ টাকা দাম কমল পেট্রোল ও ডিজেলের

👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারো সুখবর! কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী 

👉 ১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট

Leave a Comment