কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা বড় কথা না, এই নিয়মটা জানা জরুরী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাঙ্ক লাটে উঠলে আপনি বাঁচবেন কিনা পুরোটাই কিছু শর্তের উপর নির্ভর করছে। তবে একেবারে খালি হাতে ফিরতে হবে না। কারণ হল আপনাকে কিছুটা হলেও সমর্থন করার জন্য আছে Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC).

এটি রিজার্ভ ব্যাঙ্কের একটি সহযোগী সংস্থা। সেই তারাই এবার জমানো টাকার বিমার বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ করেছে। যার ফলে দেশের কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন।

DICGC প্রতিটি ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে, আগামী ৩১ অগস্টের মধ্যে নিজেদের ওয়েবসাইটে লোগো এবং কিউআর কোড আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। এমন নির্দেশের উদ্দেশ্যই হল, গ্রাহকরা যেন ব্যাঙ্ক সম্বন্ধে এবং DICGC-এর আমানত বিমা সংক্রান্ত পরিষেবার বিষয়ে সচেতন হয়ে ওঠেন। এর ফলে স্বাভাবিক নিয়মেই দেশের প্রধান তিনটি ব্যাঙ্ক SBI, HDFC, ICICI -এর গ্রাহকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

DICGC-এর কাজ কী?

গত কয়েক বছরে বেশ কিছু ব্যাঙ্ককে দেউলিয়া হতে দেখা গিয়েছে। এই বাংলার বেশ কিছু কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ হয়েছে, বৃহৎ পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক (PMC Bank) পর্যন্ত দেউলিয়া হয়েছে। এর ধাক্কা ব্যাপকভাবে বহু গ্রাহকের জীবনে আছড়ে পড়ে ২০১৯ সালে।

নামে কো-অপারেটিভ হলেও PMC Bank-এর গ্রাহক সংখ্যা বিপুল ছিল। সেই সঙ্গে এখানে মোটা টাকার আমানত জমা রেখেছিলেন বহু মানুষ। স্বাভাবিকভাবেই এই ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়ায় নিজেদের জমানো টাকার কী হবে তা নিয়ে চিন্তায় পড়েন অনেকে। আর্থিক দুশ্চিন্তায় সেই সময় বহু মানুষ আত্মঘাতী হন। শুধু তাই নয় গত কয়েক বছরে আর্থিক অনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অসংখ্য সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এক্ষেত্রেই বা গ্রাহকের জমানো টাকার ভবিষ্যৎ কী? এখানেই লুকিয়ে আছে DICGC-এর ভূমিকা।

ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে গ্রাহকদের টাকার কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১/৫: কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা লাইসেন্স বাতিল হয়ে গেলে তার পক্ষে আমানতকারী অর্থাৎ গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব হয় না।

২/৫: ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা RBI তার লাইসেন্স বাতিল করে দিলে বিরাট বিপর্যয়ের মুখে পড়েন গ্রাহকরা। তবে গ্রাহকদের এই ক্ষতি কমানোর এক বিশেষ ব্যবস্থা করে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক

৩/৫: Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) একটি সরকারি স্বশাসিত সংস্থা। যাদের কাছে প্রত্যেক ব্যাঙ্কের প্রতিটি অ্যাকাউন্টের বিমা করা থাকে। ফলে কোন‌ও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা রিজার্ভ ব্যাঙ্ক তার লাইসেন্স বাতিল করলে DICGC সেই গ্রাহকদের অ্যাকাউন্ট সাপেক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেয়।

৪/৫: DICGC দেউলিয়া ব্যাঙ্ক বা লাইসেন্স বাতিল হওয়া ব্যাঙ্কের প্রতিটি অ্যাকাউন্ট পিছু সর্বোচ্চ ৫ লক্ষ টাকা বিমার অর্থ ফেরত দেয়। সে ক্ষেত্রে কোন‌ও গ্রাহক যদি সংশ্লিষ্ট দেউলিয়া হয়ে যাওয়া বা লাইসেন্স বাতিল হওয়া ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম রেখে থাকেন তবে তিনি পুরো অর্থই ফেরত পাবেন। কিন্তু যে গ্রাহকরা ৫ লক্ষ টাকার বেশি জমা রাখেন তাঁদের ক্ষতির মুখে পড়তে হয়। অধিক জমানো টাকার গ্রাহকরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা বিমার অর্থ ফেরত পান। বাকিটা তাঁদের ক্ষতি স্বীকার করতে হয়।

৫/৫: দেউলিয়া হয়ে যাওয়া ব্যাঙ্ক বা লাইসেন্স বাতিল হয়ে যাওয়া ব্যাঙ্কে আপনি সেভিংস বা ফিক্সড ডিপোজিট যে ধরনের অ্যাকাউন্টেই টাকা রাখুন না কেন, আপনাকে DICGC সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৩ মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড, আদেশ দিল সুপ্রিম কোর্ট

👉 স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে

👉 Jio-র পৌষ মাস, Paytm-এর সর্বনাশ! জিও এইভাবে লুটে নিল ফায়দা

👉 ২ চাকা, ৪ চাকা যাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! কীভাবে পাবেন জানুন

👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান

👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI

Leave a Comment