স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্লাস নিতে নিতে পকেট থেকে মোবাইল বার করে টুক করে হোয়াটসঅ্যাপটা চেক করে নেওয়ার দিন শেষ। ফোন এলেই ক্লাসের মধ্যে পড়ানো থামিয়ে রিসিভ করে কথা বলতে শুরু করে দিলেন, এমন সুযোগও আর পাবেন না বাংলার স্কুল শিক্ষকরা। কারণ ক্লাস নেওয়া কালীন সময়ে মোবাইল ফোন ঘাঁটার উপর কঠোর বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার। সেইসঙ্গে শিক্ষকদের ‘আসি যাই/ মাইনে পাই’ অবস্থা বদলাতেও কড়া মনোভাব নিয়েছে সরকার।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাচ্ছিলেন। কারণ হাইকোর্টের তরফ থেকে তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দায়িত্বে আছেন। যাওয়ার পথে আচমকাই ঢুকে পড়েছিলেন সেখানকার ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে।

সেখানে গিয়ে বিচারপতি যে দৃশ্যের সাক্ষী হন তা রীতিমত চমকে ওঠার মত। বিচারপতির থেকে গোটা ঘটনা জেনে স্তম্বিত হয়ে গিয়েছে রাজ্যবাসী। কারণ জলপাইগুড়ির ওই নামকরা হাইস্কুলে ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও সেদিন ১২ জন‌ই স্কুলে আসেননি। তাছাড়াও বিচারপতি বসু দেখেন, স্কুলের পাশের নর্দমায় মিড ডে মিলের ভাত ঢাঁই করে ফেলা আছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এরপরই স্কুল শিক্ষা দফতর কড়া নির্দেশিকা পাঠিয়ে দেয় রাজ্যের প্রতিটি হাইস্কুল এবং শিক্ষক-শিক্ষিকাদের। সেই নতুন নির্দেশিকায় মোট তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে-

১) স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকরা মোটেও স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাটি করতে পারবেন না। এতে পড়ুয়াদের মনোসংযোগের অভাব হয় বলে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে। একমাত্র টিচার্স রুমে প্রয়োজনে স্মার্টফোনে কারোর সঙ্গে কথা বলতে পারেন শিক্ষকরা, তাও লম্বা বার্তালাপ হওয়া চলবে না। স্কুলে এসে শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২) শিক্ষকদের ছুটি নেওয়ার বিষয়ে কড়া বিধি বলবৎ করেছে স্কুল শিক্ষা দফতর। এবার থেকে প্রধান শিক্ষককে আগাম না জানিয়ে শিক্ষক-শিক্ষিকারা আর ছুটি নিতে পারবেন না। শুধু প্রধান শিক্ষককে আগাম জানালেই চলবে না, কেন ছুটি নিতে চাইছেন সেই বিষয়ে বিস্তারিত কারণ লিখিতভাবে জানাতে হবে। সেই সঙ্গে ছুটি নেওয়ার কারণের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এদিকে প্রধান শিক্ষকদের স্কুলে হাজিরার খাতা প্রতিমুহূর্তে আপটুডেট রাখার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

৩) প্রতিটি হাইস্কুলের কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষককে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের নর্দমা থেকে শুরু করে শৌচাগার, ক্লাসরুম সবকিছু নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মিড ডে মিলের খাবার অপচয় হচ্ছে কিনা সেই দিকেও নজর রাখতে হবে প্রধান শিক্ষকদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান

👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 Jio-কে টেক্কা দিতে নতুন কোম্পানির সিম আনছে আদানি? আবারো ৩ মাস সবকিছু ফ্রি?

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI

👉 NCMC কার্ড করুন KYC ছাড়াই, আর পেয়ে যান ৩০০০ টাকার সুবিধা 

Leave a Comment