২ চাকা, ৪ চাকা যাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! কীভাবে পাবেন জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ই-কার বা ইলেকট্রিক সাইকেল বা বৈদ্যুতিন গাড়ি কিনলেই এবার মোটা টাকা ছাড় পেয়ে যাবেন। সেটা ২ চাকা বা ৪ চাকার হোক। দেশে পেট্রোল চালিত গাড়ির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিন গাড়ি বেশি করে চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি তেল কিনতে ভারত সরকারের যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যায় তা বাঁচাতেই এমন সিদ্ধান্ত। এর জন্য মোদি সরকার নিয়ে এসেছে Electric Mobility Promotion Scheme 2024.

নতুন এই প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিন গাড়ি কিনলেই আপনি দামের উপর ৫০ হাজার টাকা পর্যন্ত সরকারের থেকে ভর্তুকি পাবেন! ভারতীয় গাড়ির বাজারে ই-কার বা ইভি বেশ কয়েক বছর হল প্রচলিত হয়েছে। ধীরে ধীরে তার ব্যবহার বাড়ছে।

কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে দ্রুত পেট্রোল চালিত গাড়ির জায়গা দখল করুক বৈদ্যুতিন গাড়ি। তার জন্য বৈদ্যুতিন গাড়িতে চার্জ দেওয়া, চার্জিং স্টেশন গড়ার কাজ চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে আমজনতাকে বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য উৎসাহিত করতে এবার এই বিশেষ ইনসেনটিভ স্কিম চালু করল কেন্দ্রীয় সরকার

মাথায় রাখতে হবে, চার চাকা গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিন ব্যবস্থা অর্থাৎ ইভির ব্যবহার আগের থেকে অনেকটাই বেড়েছে। কিন্তু টু হুইলার অর্থাৎ বাইক বা স্কুটির ক্ষেত্রে ব্যবহারটা অতটাও বাড়েনি। আর তাই এই নতুন প্রকল্পে বৈদ্যুতিন বাইক কেনার ক্ষেত্রেও ইনসেনটিভের কথা ঘোষণা করা হয়েছে

Electric Mobility Promotion Scheme 2024 প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিন টু হুইলার কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার। অপরদিকে ই-রিকশা, টোটোর মত বৈদ্যুতিন থ্রি হুইলার কিনতে ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। আর বৈদ্যুতিন ফোর হুইলার বা ৪ চাকা কেনার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন ক্রেতারা।

কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন গাড়ি কেনার ক্ষেত্রে এই ইনসেনটিভ স্কিম গ্রাহকদের আর‌ও বেশি মাত্রায় উৎসাহিত করবে বলে মনে করছে গাড়ি উৎপাদক সংস্থাগুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, ভারতের প্রায় সবকটি প্রধান গাড়ি উৎপাদক সংস্থা’ই ব্যাপক মাত্রায় বৈদ্যুতিন গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে। কারণ জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য অনেকেই বৈদ্যুতিন গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। তবে এক্ষেত্রে একটাই সমস্যা, তা হল এখনও অব্দি চার্জিং স্টেশনের পরিকাঠামো সম্পূর্ণভাবে দেশের মাটিতে গড়ে ওঠেনি।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান

👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI

👉 NCMC কার্ড করুন KYC ছাড়াই, আর পেয়ে যান ৩০০০ টাকার সুবিধা 

👉 Jio-কে টেক্কা দিতে নতুন কোম্পানির সিম আনছে আদানি? আবারো ৩ মাস সবকিছু ফ্রি?

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

Leave a Comment