Jio AirFiber: ৫০ দিন একদম ফ্রি! শুধুমাত্র জিও ব্যবহারকারীদের জন্য, কীভাবে পাবেন জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Airtel, Vi-এর মত প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে আবারও বড় চমক দিল Jio. রিলায়েন্স গোষ্ঠীর এই সংস্থাটি এবার ৫০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হাই স্পিড ওয়ারলেস ব্রডব্যান্ড ব্যবহারের পাশাপাশি DTH-এর মাধ্যমে ৫০০টি টিভি চ্যানেল দেখা এবং ১৩ টি OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে।

বুঝতে পারছেন তো আপনার ঠিক কত বিপুল পরিমাণ অর্থ শাস্রয় হতে চলেছে। ফলে এই সুযোগ ছাড়ার মানে হয় না। তবে একটা ছোট্ট শর্ত আছে। কেবলমাত্র জিও’র 5G গ্রাহকরা Jio AirFiber-এর মাধ্যমে এই দুর্দান্ত সুযোগটি পাবেন।

Jio AirFiber হল আম্বানির সংস্থার ওয়ারলেস হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা। এর মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট পাওয়া যায়। জিও এয়ার ফাইবার-এর বাজার বাড়াতে রিলায়েন্স অনেকদিন ধরেই নানান পরিকল্পনা করছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। এবার তারা Jio-এর 5G গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফারটি নিয়ে এসেছেন। এক্ষেত্রে মাথায় রাখবেন জিও’র পোস্টপেড ও প্রিপেড উভয় প্রকার 5G কানেকশন থাকলেই আপনি ৫০ দিন সম্পূর্ণ বিনামূল্যে Jio AirFiber-এর পরিষেবা উপভোগ করতে পারবেন

৫০ দিন ফ্রিতে Jio AirFiber কী কী সুবিধা দিচ্ছে?

জিও ট্রু 5G প্রযুক্তির মাধ্যমে Jio AirFiber-এর পরিষেবা দেওয়া হয়। ৫০ দিন সম্পূর্ন বিনামূল্যের যে প্ল্যানটি গ্রাহকদের দেওয়া হচ্ছে তার রিচার্জ মূল্য হল ৫৯৯ টাকা। এই প্ল্যানে Jio AirFiber-এর গ্রাহকরা 30 Mbps স্পিডে মাসে 1000 GB হাই স্পিড ডেটা পাবেন পাশাপাশি DTH-এর মাধ্যমে ৫০০ টি টিভি চ্যানেল দেখতে পাবেন এবং সেইসঙ্গে ১৩ টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও দিচ্ছে Jio AirFiber. এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে নিজের 5G Jio সিমের নম্বর দিয়ে সার্ভিস বুক করতে হবে।

তবে বেশি টাকা দিলে আরও দুর্দান্ত একটি প্ল্যান আছে। Jio AirFiber Max প্ল্যানে মাসে ১,৪৯৯ টাকা দিলে 30 Mbps স্পিডে মাসে 1000 GB হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশি DTH-এর মাধ্যমে ৫০০ টি টিভি চ্যানেল দেখতে পাবেন এবং সেইসঙ্গে ১৫ টি OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশনও দিচ্ছে। উপরি পাওনা হিসেবে থাকছে Netflix-এর বেসিক মোবাইল সাবস্ক্রিপশন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর যা ইচ্ছে হবেনা! নতুন নিয়ম আনছে RBI

👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই এমন সিদ্ধান্ত নিল RBI

👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার

👉 এসব থেকে দূরে থাকতে বলছে সরকার, নাহলে দেওয়া হবে কঠোর শাস্তি

👉 ২৪ মার্চ পর্যন্ত থাকবে এই অফার! গুগল পে থেকে ১৫১ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানুন

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ

Leave a Comment