no SIM card is needed only if you have Airtel you can talk like this
WhatsApp Group Join Now

এবার সিম ছাড়াই দেদার কল করতে পারবেন স্মার্টফোন দিয়ে। আপনার মোবাইল ফোন চালাতে আর সিমের দরকার‌ই পড়বে না। স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে সবকিছু অনায়াসে হয়ে যাবে। ভারতবাসীদের জন্য এমনই দুর্দান্ত পরিষেবা আনার পথে এয়ারটেল (Airtel)

সূত্রের খবর, আগামী ৬ বছরের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড ভিত্তিক মোবাইল সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এয়ারটেলের সহযোগী সংস্থা। এই বিষয়ে তারা পর্যাপ্ত স্পেক্ট্রাম জোগাড় করেছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী দিনে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে আর সিম কার্ডের প্রয়োজন পড়বে না।

অত্যাধুনিক প্রযুক্তির সিমকার্ড বিহীন স্যাটেলাইট ব্রডব্যান্ড মোবাইল কানেকশন কবে শুরু হবে এই বিষয়ে অবশ্য কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক নির্দিষ্ট করে কিছু এখনও জানায়নি। এই বিষয়ে এয়ারটেলও নির্দিষ্ট করে গ্রাহকদের কিছু জানাতে পারেনি।

তবে শোনা যাচ্ছে ২০২৪ সালের জুন মাস থেকেই দেশে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা চালু হতে পারে। কিন্তু এয়ারটেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট করে কিছু জানাচ্ছে ততক্ষণ তারা খুব কিছু করতে পারবে না।

উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, সিমকার্ড বিহীন ডিরেক্ট টু মোবাইল (Direct to Mobile) বা D2M প্রযুক্তি চালু হবে দেশে। এই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলেও খবর। আর তা বাস্তবায়িত হলে অনেক কম খরচে স্মার্টফোনে ভিডিও কনটেন্ট দেখতে পাবে ভারতবাসী।

D2M প্রযুক্তির মাধ্যমে গোটা দেশে ইন্টারনেট ও সিম ছাড়াই স্মার্টফোনে ভিডিও দেখার এই ব্যবস্থা প্রথম পর্যায়ে দেশের ১৯ টি বাছাই শহরে চালু হওয়ার কথা। গত বছর বেঙ্গালুরু, কর্তব্য পথ ও নয়ডায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ট্রায়াল রান হয়েছিল। তাতে সাফল্য পাওয়া যায়। তারপরই আরও বড় আকারে ট্রায়াল রান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

WhatsApp Group Join Now

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধনকুবের এলন মাস্কের স্টারলিঙ্ক এবং মুকেশ আম্বানির জিও’র হাত ধরে আর কিছুদিনের মধ্যেই ভারতীয় বাজারে হয়ত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। ঠিক সেই সময় D2M প্রযুক্তির ট্রায়াল রান শুরু হওয়ায় বিস্মিত অনেকে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, স্যাটেলাইট ইন্টারনেট এবং D2M দুটো সম্পূর্ণ বিপরীতমুখী বিষয়। তবে এই দুটি একসঙ্গে বাজারে উপলব্ধ হলে সকল শ্রেণির মানুষ উপকৃত হবে বলে ধারণা।

D2M প্রযুক্তির যদি এতকিছু ভাল দিক থাকে তবে একটা সমস্যারও জায়গা আছে। বর্তমানে প্রচলিত স্মার্টফোনগুলিতে এই প্রযুক্তি কাজ করবে না। এর জন্য নতুন স্মার্টফোন কিনতে হবে যাতে একটি ছোট অ্যান্টেনার মত লাগান থাকবে, যার মাধ্যমে D2M প্রযুক্তি উপলব্ধ হবে। জানা গিয়েছে ট্রায়াল রান শেষে ২০২৫ সালে D2M প্রযুক্তির দেশে চালু হতে পারে। সেক্ষেত্রে ওই একই সময়ে D2M প্রযুক্তি সাপোর্টের স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবেনা, এতদিন টাকা লেনদেন না করলে

👉 ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার

👉 টাকায় হোলির রঙ লাগলে বাতিল? কিন্তু RBI বলছে অন্য কথা

👉 DA-এর পর বেসিক পে নিয়েও সুখবর দিল সরকার, লাখ লাখ কর্মীর মুখে হাসি ফুটল

👉 স্কুলে আর হাত তুলে ‘ইয়েস স্যার’ বলতে হবেনা! নতুন এই নিয়মে বাবা মায়েরাও খুশি

👉 সরকারি কর্মীদের জন্য এই বড় উপহার, হোলির আনন্দকে আরও বাড়িয়ে দিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *