ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য এ যেন উপহার। হঠাৎই পদোন্নতির বিপুল সুযোগ এসে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সামনে। রাজ্য সরকারের কর্মীব বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের একটি নতুন বিবৃতি জেরে হাসি ফুটেছে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মীদের মুখে। কারণ এবার থেকে বিভিন্ন দফতরের সচিব পদে প্রমোশন পাওয়া বা পদোন্নতি হওয়া আরও অনেকটাই সহজ হয়ে গেল।

রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধিনস্ত কর্মীবর্গ ও প্রশাসনিক দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এখন থেকে কেউ ২ বছর যুগ্ম সচিব পদে দায়িত্ব সামলালেই তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই রকম ভাবে কেউ উপসচিব পদে ২ বছর দায়িত্ব সামলালেই তাঁকে যুগ্মসচিব নিয়োগ করার বিষয়টি বিবেচনা করে দেখবে সরকার।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতি নিয়মটি যেমন জটিল তেমনই বহুদিন ধরে বিতর্কে বিদ্ধ। কর্মজীবনের শুরুতে সরাসরি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী দ্রুত গতিতে পদোন্নতি পান। কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দফতরে নিযুক্ত হন সেই কর্মীরা বহু সময় প্রত্যাশা মত পদোন্নতি পান না বলে অভিযোগ।

আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল, তারা পদোন্নতির এই বৈষম্য ঘুচিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নিয়ম চালু করবে। সেই বিষয়ে মাসখানেক আগে পদক্ষেপ করা হয় তারই সূত্র ধরে এই নতুন বিজ্ঞপ্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিচুতলার কর্মীরাও যাতে পদোন্নতি পেয়ে বিশেষ সচিব পর্যন্ত হতে পারেন তার জন্য সম্প্রতি রাজ্য সরকারের সচিবালয়ে ৯২ টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সহসচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিববের পদ মিলিয়ে এই অতিরিক্ত শূন্য পদগুলি তৈরি করা হয়। যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি দিয়ে সেক্রেটারিয়েটৈ নিয়ে আসা যায় এবং তাঁরা যাতে রাজ্য সরকারের সচিব পদমর্যাদায় চাকরির সুযোগ পান তার জন্যই এই পদক্ষেপ ছিল। অবশেষে সেই বিষয়ে সুনির্দিষ্ট নীতি ঘোষণা করল রাজ্য সরকার।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এক ওয়াকিবহাল ব্যক্তি জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিবালয়, যা সরকারি ভাষায় সেক্রেটারিয়েট নামে পরিচিত সেখানে কর্মরত কর্মীদের বেশ দ্রুতগতিতে পদোন্নতি হয়। অথচ একই চাকরির পরীক্ষা দিয়ে কেউ যদি ডিরেক্টরেটে বা আঞ্চলিক কার্যালয়ে নিযুক্ত হন তবে তাঁদের পদোন্নতি শামুকের গতিতে হয় বলে অভিযোগ।

বিষয়টি সরকার পর্যন্ত মেনে নিয়েছে। আর এটা যে বর্তমান তৃণমূল সরকারের আমলের সমস্যা তা নয়। সেই বাম আমল থেকে এমন বিষয়ে চলে আসছে। বারবার সরকারি কর্মীরা এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানালেও তাতে কাজ হয়নি। তবে শেষ পর্যন্ত এই বৈষম্য দূর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। তারই ফলশ্রুতি এমন বিজ্ঞপ্তি বলে দাবি করেছেন শাসক ঘনিষ্ঠরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 সরকারি কর্মীদের জন্য এই বড় উপহার, হোলির আনন্দকে আরও বাড়িয়ে দিল

👉 টাকায় হোলির রঙ লাগলে বাতিল? কিন্তু RBI বলছে অন্য কথা

👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ

👉 DA-এর পর বেসিক পে নিয়েও সুখবর দিল সরকার, লাখ লাখ কর্মীর মুখে হাসি ফুটল

👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই এমন সিদ্ধান্ত নিল RBI

Leave a Comment