রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই এমন সিদ্ধান্ত নিল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মার্চ মাস শেষ হ‌ওয়ার পথে। এটা সাধারণের কাছে মামুলি একটা বিষয় হলেও যারা আর্থিক ক্ষেত্রের সঙ্গে কোন‌ও না কোন‌ওভাবে জড়িত তাঁরা মার্চ মাস শেষ হওয়ার গুরুত্বটা ভালমতই বোঝেন। কারণ জানুয়ারি মাস দিয়ে বছর শুরু হলেও ভারতের আর্থিক বছরের প্রথম মাস হল এপ্রিল

অর্থাৎ এই মার্চ মাসটা ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ মাস। স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক থেকে শুরু করে বিমা সংস্থা, আয়কর বিভাগ সমস্ত ক্ষেত্রেই মার্চ মাস শেষ হওয়ার আগে সারা বছরের হিসাব-নিকাশ করে ফেলতে হয়। তাই এই মাসটা সর্বত্র ব্যস্ততা তুঙ্গে থাকে।

কিন্তু এবারের মার্চ মাসের শেষটা টানা ছুটি পড়ে যাওয়ায় সাধারণ গ্রাহকদের মাথায় হাত পড়ার যোগাড়। আর এই অবস্থায় গ্রাহকরা যাতে ব্যাঙ্কের মাধ্যমে তাঁদের শেষ পর্যায়ের আর্থিক কাজকর্ম ঠিকভাবে করতে পারেন তার জন্য এক কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক। তাতে আবার মাথায় হাত পড়েছে ব্যাঙ্ক কর্মচারীদের।

রবিবার কেন খোলা থাকবে ব্যাঙ্ক?

এবারে ২৯ মার্চ শুক্রবার পড়েছে, ওইদিন গুড ফ্রাইডে। নিয়ম অনুযায়ী ঐদিন সরকারি ছুটি। আর ৩১ মার্চ রবিবার। ফলে ওই দিন‌ও ব্যাঙ্ক বন্ধ। অপরদিকে নিয়ম অনুযায়ী ১ এপ্রিল অর্থাৎ অর্থবর্ষের প্রথম দিন ব্যাঙ্ক কর্মীরা ছুটি পান। ফলে সোমবারও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। সবমিলিয়ে টানা চারদিন ব্যাঙ্কে ছুটি থাকছে। এদিকে আর্থিকবর্ষের শেষ তিনটে দিনই টানা ছুটি থাকায় ব্যাঙ্কের হিসাব নিকেশ কীভাবে হবে, গ্রাহকরা কীভাবে শেষ মুহূর্তে তাঁদের লেনদেনের কাজ করবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

এই অবস্থায় ব্যাঙ্কগুলোর নিজস্ব লেনদেনের হিসেব ঠিক রাখার পাশাপাশি গ্রাহকদের স্বস্তি দিতে রিজার্ভ ব্যাঙ্ক রবিবার অর্থাৎ ৩১ মার্চের ছুটিটা বাতিল করেছে। তাঁরা পরিষ্কার জানিয়েছেন, ঐদিন দেশের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। ফলে গ্রাহকরা ওই রবিবার ব্যাঙ্কে গিয়ে সাধারণ পরিষেবা পাওয়ার পাশাপাশি ব্যাঙ্কের কর্মীরা সারা বছরের হিসাব মেলানোর কাজ করবেন।

রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণায় সাধারণ গ্রাহকরা খুশি হলেও স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক কর্মীদের মুখ ভার। কিন্তু পেশাগত দায়বদ্ধতার কারণে অন্য কিছু করারও উপায় নেই। অপরদিকে শুধু যে ব্যাঙ্ক কর্মীদের ছুটি মার যাচ্ছে তা নয়, বরং আরও খারাপ অবস্থা আয়কর বিভাগের কর্মীদের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্থ বর্ষের শেষ তিন দিনের ছুটি বাতিল করে দিয়েছে আয়কর বিভাগ। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ২৯ থেকে ৩১ মার্চ এই তিন দিন টানা অফিস করতে হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 কোনো ব্যাঙ্ক বাদ নেই! সবগুলোকেই এই বিষয়ে সতর্ক করলেন RBI গভর্নর

👉 গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল! তার সম্পত্তির পরিমান কত?

👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার

👉 ১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো

👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো

Leave a Comment