কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এতদিন বছরে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়েছেন। এবার এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের ব্যক্তিগত সেচ ব্যবস্থা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আর দেরি কেন, দ্রুত আবেদন করুন।

কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পান বাংলার কৃষকরা। একই প্রকল্পে এবার বিনামূল্যে পাবেন চাষের আধুনিক সরঞ্জাম। ফোয়ারা সেচের জন্য স্প্রিঙ্কলার এবং বিন্দু সেচ বা ড্রিপ সেচের জন্য সম্পূর্ণ ভর্তুকিতে আধুনিক সেচ মেশিন বসিয়ে দেবে সরকার। স্প্রিঙ্কলার বসাতে খরচ পড়ে প্রায় ২০ হাজার টাকা। আর ড্রিপ সেচের মেশিন বসানোর খরচ প্রায় ৭০ হাজার টাকাপুরোটাই ভর্তুকি দেবে পশ্চিমবঙ্গ সরকার।

এই নতুন প্রকল্পটি মূলত বাঁকুড়া জেলায় চালু হয়েছে। এখানে ভাল চাষ হলেও সেচ ব্যবস্থার অভাবে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। তাঁদের পক্ষে এত টাকা খরচ করে আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় না। আর তাই উপহারের ঝুলি নিয়ে এগিয়ে এসেছে সরকার।

এই দুই সেচ উপকরণ কেনার জন্য একটাও টাকা দিতে হবে না কাউকে। শুধুমাত্র জিএসটি-এর ১২% টাকাটুকু দিলেই কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কৃষকদের জমিতে সেচের জন্য টাকা খরচ করে সরকার এই দুই মেশিন বসিয়ে দেবে।

বাঁকুড়া জেলা কৃষি সহ অধিকর্তা এই প্রকল্প প্রসঙ্গে জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য‌ই হল গরিব কৃষকদের বিনামূল্যে (জিএসটি ব্যতীত) সেচের গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে ফসল উৎপাদনে সহায়তা করা। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় কৃষকদের জন্য ক্ষুদ্র-সেচের সুবিধা দেওয়া হচ্ছে, যার ফলে এটি কৃষিক্ষেত্রে জলের চাহিদা পূরণ করবে। সর্বোপরি জলের অপচয় রোধে কার্যকর হবে। বাঁকুড়া শুষ্ক এলাকা হ‌ওয়ায় এই জেলায় সেচের এবং পানীয় জলের গুরুত্ব অপরিসীম। এখানে প্রতি বছরই কৃষি কাজে জলের সঙ্কট দেখা দেয়।

ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য ১০০ শতাংশ অনুদান দেবে সরকার। তবে অন্যান্য কৃষকের ক্ষেত্রে এই অনুদানের অঙ্ক ৪৫ শতাংশ। এই প্রকল্পে নাম নিবন্ধীকরণের জন্য মোবাইল নম্বর লিঙ্ক করা আধার কার্ড, জমি সংক্রান্ত নথি, ব্যাঙ্কের পাস বই, পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকতে হবে। তারপর www.wbpmksy.org-এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো

👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো

👉 ৩ মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড, আদেশ দিল সুপ্রিম কোর্ট

👉 স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে

👉 Jio-র পৌষ মাস, Paytm-এর সর্বনাশ! জিও এইভাবে লুটে নিল ফায়দা

👉 কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা বড় কথা না, এই নিয়মটা জানা জরুরী

Leave a Comment