ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর যা ইচ্ছে হবেনা! নতুন নিয়ম আনছে RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্রমশই জনপ্রিয়তা বেড়ে চলেছে টপ আপ লোনের (Top-up Loan)। এর কারণ হল, চলতি ঋণের উপরেই প্রয়োজনমত আরও কিছু টাকা টপ আপ বা অতিরিক্ত ঋণ নিয়ে নেওয়ার সুযোগ। এর জন্য আলাদা করে খুব বেশি কাগজপত্র জমা দেওয়া বা বিস্তারিত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না

তাই গ্রাহকরা চলতি ঋণের উপরেই টপ আপ নিতে ক্রমশ আগ্রহী হয়ে উঠছেন। হোম লোন, কার লোন, বিজনেস লোন, পার্সোনাল লোন সর্বক্ষেত্রেই এই প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এই সুখ আর কতদিন বজায় থাকবে এবার সেটা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গেল।

গ্রাহকদের টপ আপ লোন নেওয়ার উপর এবার কড়া নজর রাখতে চলেছে RBI. সম্প্রতি তারা পর্যালোচনা করে দেখেছে, টপ আপ লোন দেওয়ার ক্ষেত্রে বহু সময়ই ব্যাঙ্কগুলো সঠিক নিয়ম মানছে না। তারা পর্যাপ্ত নজরদারি না করেই চলতি ঋণের উপর গ্রাহকদের টপ আপ দিয়ে দিচ্ছে। আদৌ সেই গ্রাহক এই অতিরিক্ত ঋণের বোঝা টানতে পারবেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে না। ফলে এই টপ আপ লোনের ঝুঁকি ক্রমশই বাড়ছে।

শুধু তাই নয় রিজার্ভ ব্যাঙ্ক সমীক্ষা করে দেখেছে, যে গ্রাহকরা টপ-আপ লোন নিচ্ছেন তাঁদের অনেকেই একটি কারণ দেখিয়ে নেওয়া ঋণের টাকা সম্পূর্ণ অন্য ক্ষেত্রে ব্যয় করছেন। বহু গ্রহ গ্রাহক চলতি হোম লোনের উপর টপ আপ নিয়ে সেই অতিরিক্ত টাকা বেশি লাভের আশায় শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। এইভাবে গোটা ঋণের অর্থটাই ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। যা বাড়তে থাকলে আগামী দিনে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের আশঙ্কা।

এই পরিস্থিতিতে টপ আপ লোনের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তারা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলোর সঙ্গে কথা বলেছে। তাদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, টপ আপ লোন দেওয়ার ক্ষেত্রেও গ্রাহকের আর্থিক সক্ষমতা, ঋণ পরিশোধের সক্ষমতা ইত্যাদি জরুরি বিষয়গুলি খতিয়ে দেখতে হবে

পাশাপাশি ব্যাঙ্কগুলোকে কম্পিউটারাইজড সিস্টেম ব্যবহার করে গাণিতিকভাবে গ্রাহকদের ঋণ পাওয়ার যোগ্যতা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার বলেছে, কোন‌ওরকম ব্যক্তিগত যোগাযোগ বা আলাদা করে অতিরিক্ত সহানুভূতি নয়, অঙ্ক মেনে যে গ্রাহকরা ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন কেবলমাত্র তাঁদেরকেই লোন দেওয়া যাবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 এসব থেকে দূরে থাকতে বলছে সরকার, নাহলে দেওয়া হবে কঠোর শাস্তি

👉 ২৪ মার্চ পর্যন্ত থাকবে এই অফার! গুগল পে থেকে ১৫১ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানুন

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ

👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই এমন সিদ্ধান্ত নিল RBI

👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার

Leave a Comment