ভারতীয় শিল্পপতিদের তালিকায় সম্পদের বিচারে এক নম্বরে আছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে সমানে সমানে তাঁর সঙ্গে টক্কর দিয়ে চলেছেন গৌতম আদানি (Goutam Adani)। এবার ব্যবসার দুনিয়াতেও আম্বানি-আদানি সেই টক্কর আরও জোরদার হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।
আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ’কে ছাপিয়ে যেতে দাবার বড় চাল চালতে পারেন গৌতম আদানির নিয়ন্ত্রণাধীন আদানি গোষ্ঠী। শোনা যাচ্ছে, টেলিকম সেক্টরে জিও’র আধিপত্য খর্ব করতে নতুন সংস্থা খুলতে চলেছে আদানিরা।
২০২২ সালের স্পেকট্রাম নিলামে আদানি গোষ্ঠী পরিমাণে অল্প হলেও কিছু 5G স্পেক্ট্রাম কিনেছিল। তখনই এই নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে এবার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ঘিরে এই জল্পনা আরও তীব্র আকার ধারণ করেছে। অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি আদানি’রা বাজারে মোবাইল কানেকশনের সিম এবং নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।
উল্লেখ্য ৮ বছর আগে ভারতীয় টেলিকম বাজারে পা রেখেছিল রিলায়েন্স গোষ্ঠীর জিও। এরপরই তাদের হাত ধরে ভারতীয় টেলিকম জগতের হালচাল সম্পূর্ণ বদলে যায়। তবে জিও এখন আর শুধু মোবাইল কানেকশনের পরিষেবা দেয় না। তারা অল্প দামি স্মার্টফোন, ল্যাপটপ সহ নানান গ্যাজেট তৈরি শুরু করেছে। সব মিলিয়ে ভারতীয় টেলিকম দুনিয়ায় এখন জিও’র ব্যাপক রমরমা।
এই জল্পনা তীব্র হওয়ার কারণ সম্প্রতি গৌতম আদানির সঙ্গে দেখা করেছেন স্মার্টফোনের জন্য চিপ তৈরির বিখ্যাত সংস্থা কোয়ালকম-এর সিইও ক্রিশ্চিয়ানো আমন। এরপরই জল্পনা ছড়ায়, এই দুই সংস্থা হাত মিলিয়ে ভারতীয় টেলিকম দুনিয়ায় প্রবেশ করতে চলেছে।
যদিও এই বিষয়ে আদানি গোষ্ঠী নিশ্চিত করে কিছু জানায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা ছড়ালেও তা এত তাড়াতাড়ি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশ কম। এই প্রসঙ্গে তাঁরা বছর দুই আগে স্পেক্ট্রাম কেনার পর গৌতম আদানির একটি মন্তব্যকেই তুলে ধরেছেন।
সেই সময় আদানি গোষ্ঠীর প্রধান জানিয়েছিলেন, তাঁরা নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই স্পেকট্রামগুলো ব্যবহার করবেন। কিন্তু মোবাইল সার্ভিস পরিষেবার বাজারে প্রবেশের এখনই কোনও ইচ্ছে নেই। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 রান্নার গ্যাস সিলিন্ডার কত দিন চলবে? এই নম্বরটি দেখেই বুঝে যান
👉 আগের মতো মোবাইল নম্বর পোর্ট হবেনা, নতুন নিয়ম চালু করল TRAI
👉 NCMC কার্ড করুন KYC ছাড়াই, আর পেয়ে যান ৩০০০ টাকার সুবিধা
👉 ১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট
👉 ২ টাকা না! এই জায়গায় ১৫ টাকা দাম কমল পেট্রোল ও ডিজেলের
👉 রাজ্যে ১ লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে? আসল সত্যিটা জানালো রাজ্য পুলিশ