১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই মুহূর্তে ভারতীয় অর্থনীতিতে সবচেয়ে বড় নোট হল ৫০০ টাকা, যা এক অর্থে বিরল ঘটনা। ২০১৬ সালে নোটবন্দির আগে অর্থনীতিতে ১০০০ টাকা ছিল সবচেয়ে বড় নোট। এরপর নোটবন্দির জেরে তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়। বদলে গোলাপি রঙের নতুন ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক।

এর সমস্তটাই হয়েছিল কেন্দ্রীয় সরকারের পরামর্শে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বাজার থেকে সেই ২০০০ টাকার নোট আবার তুলেও নিয়েছে RBI. এখন আর ভারতীয় অর্থনীতিতে ২০০০ টাকার নোট প্রচলিত নয়।

২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার আগে থেকেই ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কারণ ২০২০ সাল থেকে ২০০০ টাকার নোটের উৎপাদন বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সেই সময় অনেকেই মনে করেছিলেন নতুন রূপে আবারও ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা হবে

এমনকি সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে দাবি করা হয় ১ জানুয়ারি, ২০২৩ থেকে আবার ১০০০ টাকার নোট ভারতীয় বাজারে ফিরিয়ে আনা হবে। তবে এর রং এবার হবে সবুজ।

কিন্তু সে সব কিছুই হয়নি। সেই সময় রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, এক্ষুণি ১০০০ টাকার নোট বাজারে ফিরিয়ে আনার বিষয়ে তারা কিছু সিদ্ধান্ত নেয়নি। তবু এরপর‌ও বারবার জল্পনা তৈরি হয় নতুন করে ১০০০ টাকার নোট চালু করা নিয়ে।

বিশেষ করে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পর ফের একবার এই জল্পনা গতি পায়। কারণ এটা ঠিক যে ঘরোয়া বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে বড় অঙ্কের নোটের গুরুত্ব আছে। সেখানে ৫০০ টাকা যদি সবচেয়ে বড় নোট হয় তবে লেনদেনের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা থেকে যায়। এই পরিস্থিতি দূর করতে অনেক আর্থিক বিশেষজ্ঞ মনে করছেন অন্ততপক্ষে ১০০০ টাকার নোট আবার ফিরিয়ে আনা দরকার।

তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অবস্থান কী তা জানা জরুরি। কারণ নোটের প্রচলন রিজার্ভ ব্যাঙ্ক করলেও এই বিষয়ে সাধারণত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নীতিগত সম্মতি লাগে। কারণ দেশের অর্থনীতি নিয়ে আমজনতার কাছে সবচেয়ে বেশি সরকার দায়বদ্ধ থাকে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে প্রয়োজন থাকলেও এক্ষুণি যে ১০০০ টাকার নোট ভারতীয় অর্থনীতিতে ফিরে আসবেই, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 ২ টাকা না! এই জায়গায় ১৫ টাকা দাম কমল পেট্রোল ও ডিজেলের

👉 সরকারের তরফে বিরাট নিলাম শুরু, আদানি না আম্বানি কে পাবে?

👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারো সুখবর! কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী

👉 ১০০ টাকার নতুন নোট আসছে বাজারে, ডিজাইন বানিয়ে ফেলেছে RBI

👉 রাজ্যে ১ লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে? আসল সত্যিটা জানালো রাজ্য পুলিশ

Leave a Comment