সরকারের তরফে বিরাট নিলাম শুরু, আদানি না আম্বানি কে পাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিকম দুনিয়ায় আবার‌ও মহারণ। খুব দ্রুত সম্মুখসমরের নামতে চলেছেন দেশের চার শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি, গৌতম আদানি, সুনীল মিত্তাল এবং কুমার মঙ্গলম বিড়লা। এই চার ধনী ব্যবসায়ী তাঁদের নিজ নিজ টেলিকম সংস্থার হয়ে হাইওয়েভ স্পেক্ট্রাম নিলামে টাকার ঝুলি নিয়ে আবারও একবার হাজির হবেন বলে অনুমান করা হচ্ছে।

যদিও এর মধ্যে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি’র সেই অর্থে কোন‌ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা নেই। তবে এর আগের নিলামে তিনি বেশ কিছু পরিমাণ লোয়ার ওয়েভ স্পেক্ট্রাম কিনেছিলেন নিজস্ব সংস্থার মধ্যে প্রাইভেট টেলিকম সার্ভিস গড়ে তোলার জন্য।

টেলিকমিউনিকেশন মন্ত্রক জানিয়েছে, আগামী ২০ মে দেশের পরবর্তী স্পেক্ট্রাম নিলাম হতে চলেছে। সেখানে ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০, ৩৩০০ MHz এবং ২৬ GHz ব্যান্ডের স্পেকট্রাম নিলামে তোলা হবে। ২০ মে হতে চলা এই নিলামে যে ১০ GHz রেডিও ওয়েভ বিক্রি হবে তা এর আগের নিলামের থেকে অনেকটাই কম।

উল্লেখ্য সরকার এই নিলামের বেস প্রাইস রেখেছে মোট ৯৬,৩১৭.৬৫ কোটি টাকা। এই নিলামে অংশ নিতে ইচ্ছুক সংস্থাগুলিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ১৩ ও ১৪ মে মক নিলাম আয়োজন করবে টেলিকমিউনিকেশন মন্ত্রক। আর ২০ মে হবে আসল নিলাম।

এদিকে এই নিলামে সরকার যত টাকা তুলতে চাইছে সেই লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা। কারণ গত নিলামেই রিলায়েন্স গোষ্ঠীর জিও এবং এয়ারটেল মোটা টাকা বিনিয়োগ করে বিপুল পরিমাণ স্পেকট্রাম কিনেছে। ফলে এবারে তাদের নতুন স্পেক্ট্রাম কেনার প্রয়োজন ততটা নেই।

হয়ত পরিষেবা আপগ্রেড করার জন্য নির্দিষ্ট কয়েকটি সার্কেলের সামান্য কিছু স্পেক্ট্রাম তারা কিনতে পারে। অপরদিকে ভোডাফোন-আইডিয়া গোষ্ঠীর ভি-এর কাছে তুলনায় অনেক কম স্পেক্ট্রাম আছে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তাই প্রয়োজন থাকলেও কুমার মঙ্গলম বিড়লার নিয়ন্ত্রণাধীন VI এই নিলামে কতটা অগ্রাসী হয়ে স্পেক্ট্রাম কেনার চেষ্টা করবে তা নিয়ে সংশয় আছে বিভিন্ন মহলে।

অন্যদিকে গৌতম আদানি অন্যান্য ব্যবসা অধিগ্রহণের ক্ষেত্রে অগ্রাসী ভূমিকা নিলেও যেহেতু এক্ষুণি টেলিকমিউনিকেশন পরিষেবার বাজারে সরাসরি প্রবেশের কোন‌ও পরিকল্পনা নেই, তাই তাঁর সংস্থা এই নিলামে খুব বেশি স্পেক্ট্রাম কিনবে বলে মনে হয় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতীয় বাজারে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অত্যধিক প্রতিযোগিতা এবং স্পেকট্রামের চড়া দাম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্যকে ভঙ্গুর করে তুলেছে। বর্তমানে VI আদৌ বাজারে টিকবে কিনা তা নিয়েই সংশয় আছে। তবে এই নিলামে বেশ কিছু স্পেক্ট্রাম কিনতে পারে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল। এর মাধ্যমে তারা 5G পরিষেবায় প্রবেশ করে কিনা সেটাই এখন দেখার।

অপরদিকে জিও’কে এই নিলামের সময় কোন‌ও স্পেক্ট্রাম রিনিউ করতে হচ্ছে না। তবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়াকে যথাক্রমে প্রায় ৪,২০০ কোটি এবং ১,৯৫০ কোটি টাকার এয়ারওয়েভ রিনিউ করতে হবে। এখন দেখার, এই নিলামে আবারও আদানিকে টেক্কা দিতে পারেন কিনা দেশের সেরা ধনকুবের মুকেশ আম্বানি

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারো সুখবর! কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী

👉 রাজ্যে ১ লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে? আসল সত্যিটা জানালো রাজ্য পুলিশ

👉 ৫০০০ কোটি টাকায় হবেনা, ১০ হাজার কোটি চাইল এই রাজ্য

👉 মোদি সকলকে এই চিঠি পাঠাচ্ছে! কী লেখা আছে তাতে?

👉 এবার RBI এর শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাউকে ছাড় দেওয়া হবেনা

Leave a Comment