These 7 days were not in the list of holidays but there will be holidays for everyone
WhatsApp Group Join Now

একেই বলে পোড়ে পাওয়া চোদ্দ আনা। লোকসভা ভোটের ঘোষণা হতেই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত ৭ দিন ছুটি ঘোষণা করে দিল। এই ছুটির দিনগুলো আগে থেকে তালিকাভুক্ত করা ছিল না। ফলে এটা পুরোপুরি অতিরিক্ত পাওনা। ৭ দিনের ছুটি মুখের কথা নয়। স্বভাবতই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ছুটির আনন্দে খুশি হয়েছে। তবে এই ছুটির গুরুত্ব কোথায় সেটা বড়রা ঠিক বুঝতে পারছেন।

এই অতিরিক্ত ৭ দিন ছুটির সঙ্গে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ওতপ্রোত সম্পর্ক। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। গোটা দেশজুড়ে নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গিয়েছে। সর্বত্রই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে মেতে উঠেছেন।

আগামী ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে দেশজুড়ে। নির্বাচন কমিশন ৭ দফায় লোকসভা ভোটের কথা ঘোষণা করেছে। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গে থাকা ৪২ টি লোকসভা আসনেই এই সাতটি দফায় ভেঙে ভেঙে ভোট হবে।

মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাই ভোটের দিনগুলোতে এই ছুটি দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছেন এই ৭ দিন ছুটি দেওয়া হলেও সবাই সব দিনের ছুটির সুবিধা উপভোগ করতে পারবেন না। যেমন প্রথম দফায় অর্থাৎ ১৯ এপ্রিল নির্বাচন হবে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে। ফলে ওই দিনের ছুটিটা কেবলমাত্র ওই তিন লোকসভা এলাকায় বসবাসকারী মানুষদের জন্যই দেওয়া হয়েছে। ১৯ এপ্রিলের ছুটি কলকাতা বা দমদমের সরকারি অথবা বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীটি পাবেন না।

এই ছুটি সরকারি সমস্ত দফতরের কর্মীদের পাশাপাশি বেসরকারি সংস্থা কর্মীদেরও দিয়েছে সরকার। এছাড়াও বিভিন্ন ইটভাটা, জুটমিল সহ সমস্ত সংগঠিত ও অসংগঠিত বেসরকারি ক্ষেত্রে কর্মরতদেরও এই ছুটি বরাদ্দ করা হয়েছে তাদের কেন্দ্রের নির্বাচনের দিন। ফলে স্কুল-কলেজও বন্ধ থাকবে। এছাড়াও ধরুন যেদিন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই দিন ওই এলাকায় বসবাসকারী একজন নাগরিক কলকাতায় চাকরি করলেও তিনি নিজের সংস্থা থেকে বিশেষ ছুটি পাবেন।

কোন‌ এলাকার মানুষ কবে ছুটি পাবে তা বোঝার জন্য আমরা তলায় লোকসভা ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিলাম। যেদিন যে এলাকায় নির্বাচন হবে সেই দিন সেই এলাকার সমস্ত অফিস, কারখানা, বাজার-হাট, দোকান বন্ধ থাকবে। এমনকি সেই এলাকার নাগরিকরা অন্যত্র কাজ করলেও ঐদিন নিজের সংস্থা থেকে বাধ্যতামূলকভাবে ছুটি নিতে পারবেন।

WhatsApp Group Join Now

• ১৯ এপ্রিল- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে

• ২৬ এপ্রিল- দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

• ৭ মে- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ

• ১৩ মে- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

• ২০ মে- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ

• ২৫ মে- তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর

• ১ জুন- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 DA এর পর এবার DR-ও বেড়ে গেল, এপ্রিল মাস থেকে ঢুকবে বেশি টাকা

👉 গ্যাস সিলিন্ডারের রং লাল হয় কেন? সবুজ বা হলুদ কেন হয়না?

👉 নিজের পায়ে দাঁড়াতে টাকা দেবে সরকার, শুধু এই পোর্টালে নামটা তুলুন

👉 ভোটের মধ্যেই চুপি চুপি ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে দিল কেন্দ্র, কত ছিল কত হলো?

👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *