May month bank Holidays List
WhatsApp Group Join Now

তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বেলা গড়ানোর আগেই তাপপ্রবাহের জেরে বহু মানুষ বাড়ির বাইরে বের হতেই পারছেন না। ফলে বিভিন্ন জরুরি কাজ ক্রমশই জমে থাকছে। তার মধ্যে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম‌ও আছে। মে মাসে আবহাওয়ার উন্নতি হলে অনেকে সেইসব কাজকর্ম করবেন ভেবে রেখেছিলেন।

কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক মে মাসের জন্য ব্যাঙ্কের ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, মে মাসের প্রায় অর্ধেক অর্থাৎ ১৪ দিন নানান কারণে ঝাঁপ বন্ধ থাকবে ব্যাঙ্কের।

নিয়মমাফিক আরবিআই ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে মে মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। এমনিতে দুটি শনিবার ও চারটি রবিবার ছুটি থাকছে ব্যাঙ্ক। এছাড়াও লোকসভা নির্বাচন সহ আরও কয়েকটি কারণে আরও আট দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

RBI তাদের ওয়েবসাইটে মে মাসে কদিন ব্যাঙ্ক বন্ধ বা ছুটি থাকাবে সেই তালিকা প্রকাশ করেছে। সেটা দেখে নেওয়া যাক। তাহলে কবে কোন কাজটা করবেন সেই পরিকল্পনা করে রাখতে সুবিধা হবে।

আরো পড়ুনঃ ১০০-২০০ না! ১৭০০০ কার্ড বাতিল করল ICICI ব্যাংক, মাথা খারাপ করার মতো কারন

মে মাসে এই দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

১ মে (বুধবার): মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রে অবস্থিত সমস্ত ব্যাঙ্কের শাখা এই দিন বন্ধ থাকবে। এছাড়াও বেশিরভাগ রাজ্যে মে দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

WhatsApp Group Join Now

৫ মে: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

৭ মে (মঙ্গলবার): লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৮ মে (বুধবার): কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ এপ্রিল (বুধবার): ইদ উপলক্ষে কেরালায় ব্যাঙ্ক ছুটি।

১০ মে (শুক্রবার): অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১ মে: দ্বিতীয় শনিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

১২ মে: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

১৩ মে (সোমবার): লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ মে (বৃহস্পতিবার): রাজ্য দিবস উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৯ মে: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

২০ মে (সোমবার): লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

২৫ মে: চতুর্থ শনিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

২৬ মে: রবিবার (সারা দেশেই ব্যাঙ্ক ছুটি)

এক্ষেত্রে একটা বিষয় বলার, লোকসভা ভোটের দিনগুলোয় যে ছুটির কথা বলা হয়েছে তার প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ প্রতিটি দফাতেই ভোট হবে বাংলায়।

আরো পড়ুনঃ টাকা ইনকাম কম তো কী হয়েছে! এইভাবে জমবে টাকা

অর্থ বছরের প্রথম মাসে ব্যাঙ্কে ছুটির লম্বা তালিকা দেখে গ্রাহকরা ঘাবড়ে যেতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ অনলাইন পরিষেবার মাধ্যমে বর্তমানে যাবতীয় ব্যাঙ্কিং কাজ করতে পারবেন।

তাছাড়া ব্যাঙ্কের ছুটির তালিকা দীর্ঘ হলেও তার সবকটি বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আগেভাগে ছুটির দিনগুলো যেহেতু জানতে পারলেন তাই সেই মত ব্যাঙ্কের কাজের পরিকল্পনা করুন। সেক্ষেত্রে আর বিশেষ একটা সমস্যায় পড়তে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *