So far there was a holiday in North India now West Bengal will also have a holiday in Rama Navami
WhatsApp Group Join Now

এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মীরা আরও একদিন অতিরিক্ত ছুটি পাবেন। কারণ এই প্রথম রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এন‌আই অ্যাক্টে রামনবমীর দিন অর্থাৎ ১৭ এপ্রিল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে ওইদিন বাংলার সমস্ত রাজ্য সরকারি অফিস, স্কুলের পাশাপাশি এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের যেসব দফতর আছে সেগুলোতেও ছুটি থাকার কথা। তবে জরুরি পরিষেবাকে যথারীতি এর বাইরে রাখা হয়েছে

রামনবমীকে কেন্দ্র করে উত্তর ভারতের রাজ্যগুলিতে ছুটি দিতে দেখা যায়। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে এই প্রথমবারের জন্য বাংলায় রাজ্য সরকার রামনবমীর ছুটি ঘোষণা করায় ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য এবার যে সময় রামনবমী পড়েছে তখন দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাওয়ার কথা। তারই মধ্যে রাজ্য সরকারের এই রামনবমীর ছুটি গোটা প্রক্রিয়ায় সমস্যা তৈরি করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

তবে রাজ্যের বিরোধী শিবিরের একাংশ রামনবমীর এই ছুটি ঘোষণাকে ভোট রাজনীতির আঙ্গিকে দেখতে চাইছেন। তাঁরা মনে করছেন, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে বিশেষ বার্তা দিতেই রাজ্য সরকার রামনবমীর ছুটি ঘোষণা করেছে। উল্লেখ্য রাজবংশী, মতুয়া, আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিলেও রামনবমীর ছুটি এই প্রথম

তা বলে যে হিন্দু সম্প্রদায়ের উৎসবে বাংলায় কম ছুটি থাকে বিষয়টা মোটেও তেমন নয়। এদিকে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে সম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। গত বছরও এই দিন হাওড়া, রিষড়ায় উত্তেজনা ছড়িয়েছিল। এবার সেই রামনবমীতে রাজ্য সরকার ছুটি দেওয়া য় বিষয়টা আরও অন্য মাত্রা পেয়ে গিয়েছে।

শনিবার রাতের দিকে নবান্ন থেকে রামনবমীর এই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়। আর রবিবার সকালেই ফেসবুকে পোস্ট করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন প্রখ্যাত গায়ক তথা প্রাক্তন সাংসদ কবীর সুমন। রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও এই প্রসঙ্গে সরাসরি রাজ্য সরকারের বিরোধিতা করেছেন তিনি। সুমন তাঁর পোস্টে রামনবমীকে ‘জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস’ হিসেবে উল্লেখ করেন।

WhatsApp Group Join Now

যদিও রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, এটা একটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। রামনবমীর এই ছুটিতে অন্য অর্থ খোঁজার মানে নেই।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 লক্ষ্মীর ভাণ্ডারের মতোই! এই প্রকল্পেও মাসে ১০০০ টাকা দেবে সরকার

👉 ৬ বছর পর বেতন বাড়ল ৭৫০ টাকা, আবার আন্দোলনের হুশিয়ারি এইসমস্ত কর্মীদের

👉 গ্যাসের দাম ১০০ টাকা তো কমলোই, সেইসাথে রান্নার গ্যাস নিয়ে আরো ১ সুখবর

👉 আরো কম দামে মিলবে রান্নার গ্যাস, নারী দিবসে বিরাট ঘোষণা মোদির

👉 ২০০০ এর বেশি নতুন চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! কোথায় কত নিয়োগ?

👉 বিনিয়োগের ‘৫৫৫ রুল’ মানলে হাতে আসবে টাকা আর টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *