নিজের পায়ে দাঁড়াতে টাকা দেবে সরকার, শুধু এই পোর্টালে নামটা তুলুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গরিব ও প্রান্তিক মানুষদের জন্য আরও এক দুর্দান্ত সামাজিক প্রকল্প নিয়ে এল কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনে ঠিক মুখে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। যদিও নির্বাচনী বাধ্যবাধকতা থাকায় এই প্রকল্পের বিষয়ে খুব বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া মিটে গেলেই পিএম সূর্য যোজনার বিষয়ে আমজনতাকে আরও বিস্তারিত জানানো হবে।

কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প আছে। তার অনেকগুলি প্রান্তিক ও জনজাতি শ্রেণির জন্য নির্ধারিত। তারপরেও দেখা গিয়েছে গরিব এবং জনজাতি শ্রেণিভুক্তরা সঠিকভাবে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। যদি বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পগুলির সুবিধা পেয়ে থাকেন নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে একটা খামতির জায়গা থেকে যাচ্ছে। এর বড় কারণ পর্যাপ্ত পুঁজি বা অর্থের অভাব। সেই অভাব দূর করতেই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে পিএম সূর্য যোজনা

মূলত আর্থিকভাবে একেবারে প্রত্যন্ত মানুষ ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা অর্থাৎ NBFC এর কাছ থেকেও পুঁজি জোগাড়ের ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে সহজেই ব্যবসা শুরু করে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন এই প্রান্তিক শ্রেণির ছেলেমেয়েরা।

কেন্দ্রীয় সরকার পিএম সূর্য যোজনা এনে জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণির গরিবরা প্রাথমিকভাবে ব্যাঙ্ক ও ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থার কাছ থেকে ব্যবসা করার জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য ১.৫ লক্ষ টাকা করে ঋণ পাবেন। এই ঋণ সহজ সুদে দেওয়া হবে পিএম সূর্য যোজনার উপভোক্তাদের।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর জন্য একটি পৃথক পোর্টাল খোলা হয়েছে। সেখানে আবেদন করে পিএম সূর্য যোজনার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে হবে। আপাতত ঠিক হয়েছে ১ লক্ষ পিছিয়ে পড়া শ্রেণির তরুণ-তরুণীদের এই প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার।

তবে এর জন্য প্রথমে ‘Namo’ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তবেই পিএম সূর্য যোজনার নিজস্ব পোর্টালে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানানোর সুযোগ পাওয়া যাবে। প্রাথমিকভাবে প্রকল্পটি পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চন্ডিগড় দিয়ে শুরু হয়েছে, এখানে সাফল্য পেলে পরবর্তী ধাপে গোটা দেশ জুড়ে চালু করা হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১ এপ্রিল থেকে সিম কার্ডের পুরোনো নিয়ম থাকবে না, সবকিছু নতুনভাবে হবে

👉 ন্যূনতম মজুরি বলে আর কিছু থাকবে না, এর বদলে লিভিং ওয়েজ চালু করবে সরকার

👉 সমকাজে সমবেতন দিতেই হবে, সুপ্রিম কোর্টের রায়ে ভরসা পাবে কর্মীরা?

👉 আরো ৫ টি ব্যাংককে জরিমানা করল RBI, যারা টাকা রেখেছে তারা কী করবে?

👉 SBI-এর ATM কার্ডের চার্জ বেড়ে গেল! ইচ্ছে না করলেও দিতে হবে এত টাকা

👉 পশ্চিমবঙ্গে ঢুকেছে ১৩,৭৪৫ কোটি টাকা! সব টাকা এই কাজে লেগেছে

Leave a Comment