১ মে থেকে এই ৫ টি নিয়ম বদলে গেল, না জানলে আজ নাহয় কাল পস্তাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মে মাসের প্রথম দিন‌ই ব্যাঙ্ক ও রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে একাধিক নিয়ম বদলে গেল। যার প্রভাব নিশ্চিত রূপে আপনার পকেটের উপর পড়বে। কিছু ক্ষেত্রে হয়ত আপনি সুবিধা পাবেন, আবার বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কপাল চাপড়াতে হতে পারে। এই প্রতিবেদনে সেই পরিবর্তনগুলো বিস্তারিত তুলে ধরলাম আমরা।

১ মে, ২০২৪ তারিখ থেকে যে নিয়ম গুলো বদলে গেল

(1) রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের খরচ বাড়ল

রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার দুশ্চিন্তার খবর। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আমজনতাকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু ১ মে থেকে বেড়ে গেল গ্যাস বুক করার খরচ। কারণ বহু ব্যস্ত মানুষ আজকাল ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম গ্যাস বুকিং এবং পেমেন্ট করে থাকেন। যারা এই কাজটি করেন তাঁদের উপর‌ই মে মাস থেকে গ্যাস বুকিংয়ের খরচ বৃদ্ধির প্রভাব পড়বে। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপর অতিরিক্ত সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যাঙ্ক। এই ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পড়ে গ্যাস সিলিন্ডারে টাকা দেওয়া, ইলেক্ট্রিসিটি বিল দেওয়া, জলের মিটারের বিল দেওয়া ইত্যাদি ইত্যাদি।

(2) Yes Bank-এর সেভিংস অ্যাকাউন্ট এখন আরও বেশি খরুচে হয়ে গেল

Yes Bank-এর ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ ১৫,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেলেই ১% সারচার্জ এবং তার উপর জিএসটি প্রদান করতে হবে। তবে সবচেয়ে বড় বদলটা এসেছে ইয়েস ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের গড় নুন্যতম জমা অর্থের পরিমাণ বা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্সের (AMB) পরিমাণ অনেকটাই বাড়িয়ে দে‌ওয়ায়। ইয়েস ব্যাঙ্কের প্রো ম্যাক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স হবে ৫০,০০০ টাকা। আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাঁদের ডেবিট কার্ডের জন্য বছরে গুনতে হবে ১০০০ টাকা করে। ইয়েস এসেন্সিয়াল সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় জমার পরিমাণ হতে চলেছে ২৫,০০০ টাকা। এক্ষেত্রে ডেবিট কার্ডের বাৎসরিক ফি দিতে হবে ৭৫০ টাকা।

আরো পড়ুনঃ গরমে সিলিং ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কি কম হয়?

(3) ICICI Bank-এর পরিষেবা আরও দামী হয়ে গেল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া ডেবিট কার্ডের আনুয়াল চার্জ, বাৎসরিক ফি বাড়িয়ে দিল ১ মে থেকে। শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এবার থেকে বছরের ২০০ টাকা করে চার্জ দিতে হবে। আর আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুনতে হবে ৯৯ টাকা। এছাড়াও তাদের সেভিং অ্যাকাউন্টের গ্রাহকরা বছরে যদি ২৫ টার বেশি চেক ব্যবহার করেন তবে প্রতি চেক পিছু ৪ টাকা করে চার্জ নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এছাড়াও ব্যাঙ্ক থেকে অন্যত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চার্জ বেড়েছে।

(4) IDFC First Bank ক্রেডিট কার্ড দিয়ে ইউটিলিটি বিল মেটালে বেশি খরচ পড়বে

IDFC First Bank-এর ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ ২০,০০০ টাকার গণ্ডি ছাড়ালেই তার উপর ১% সারচার্জ ও জিএসটি দিতে হবে। এর ফলে রান্নার গ্যাস বুকিং, জলের বিল মেটানো, বিদ্যুতের বিল দেওয়া ইত্যাদির খরচ বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুনঃ মে মাসে ১৫ দিন ব্যাঙ্ক ছুটি! কোথায় কবে ছুটি এই লিষ্টে দেওয়া আছে

(5) ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ কমে গেল

IDFC First Bank ক্রেডিট কার্ডের সাহায্যে এতদিন বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জ চারবার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। এবার থেকে সেটা কমে হচ্ছে দুইবার। আন্তর্জাতিক এবং ডোমেস্টিক দুই ক্ষেত্রেই এখন থেকে দু’বার করে মোট চারবার এই ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

(6) বাড়ির গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে

১ মে তারিখে বাড়ির রান্নার গ্যাসের দামে নতুন করে কিছু পরিবর্তন হল না।, তা অপরিবর্তিতই থাকছে।

Leave a Comment