ভোটের মধ্যেই নতুন মাসে গ্যাসের দাম আবার কমল, এখন নতুন দাম কত হলো?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা নির্বাচন চলার মধ্যেই খুশির খবর। সবে দু’দফার ভোট হয়েছে। এখনও আরও পাঁচ দফার ভোট গ্রহণ বাকি। তারই মধ্যে নতুন মাস পড়তেই কমে গেল রান্নার গ্যাসের দাম। এই কলকাতায় ২০ টাকা কমেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

১ মে থেকে ২০ টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তবে দেশের সব রাজ্যে সমান দাম কমেনি। কলকাতায় ২০ টাকা সিলিন্ডার পিছু দাম কমলেও মুম্বই, দিল্লি, চেন্নাই-এর মত শহরগুলিতে ১৯ টাকা করে সিলিন্ডার পিছু দাম কমেছে।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ১ মে নতুন যে দামের তালিকা ঘোষণা করেছে তা থেকেই এই বিষয়টি জানা গিয়েছে। ফলে আগামী একমাস আরও কিছুটা কম খরচে রান্নার গ্যাস কিনতে পারবে কলকাতার মানুষ। ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ মে অর্থাৎ বুধবার থেকে কলকাতায় আরও ২০ টাকা সস্তা হয়েছে রান্নার গ্যাস

তবে এর সুবিধা সাধারণ মানুষজন সরাসরি পাবে না। কারণ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন‌ও পরিবর্তন আসেনি। সেটা আগের মতই মে মাসেও ৮২৯ টাকা দিয়েই কিনতে হবে কলকাতা মানুষকে। তবে ১৯ কেজির নীল রঙের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২০ টাকা কমানো হয়েছে। দেশের অন্যান্য রাজ্যেও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।

আরো পড়ুনঃ ১ মে থেকে এই ৫ টি নিয়ম বদলে গেল, না জানলে আজ নাহয় কাল পস্তাবেন

ঘটনা হল প্রতিমাসের ১ তারিখ রান্নার গ্যাস সিলিন্ডার, পেট্রল-ডিজেল, সিএনজি সহ নানান জ্বালানির দাম পর্যালোচনা করে তেল কোম্পানিগুলো। ১ মে’ও তাই হয়েছে। আর তাতেই বুধবার সকাল থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শহর ভেদে ১৯-২০ টাকা পর্যন্ত কমে গিয়েছে।

২০ টাকা দাম কমায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কলকাতায় নতুন দাম হল ১,৮৫৯ টাকা। যা আগে ছিল ১,৮৭৯ টাকা। এদিকে চেন্নাইয়ে দাম কমেছে ১৯ টাকা, ফলে সেখানে নতুন দাম হয়েছে ১,৯১১ টাকা। অপরদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। সেখানে নতুন দাম হয়েছে ১,৬৯৮.৫০ টাকা।

আরো পড়ুনঃ এখন যেকেউ বীমা (Insurance) করাতে পারবে! এই নিয়ে নতুন নিয়ম চালু করল সরকার

রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় হোটেল, রেস্তোরাঁ, অফিস ক্যান্টিন, স্কুল-কলেজের ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার ইত্যাদির খাবারের দামে প্রভাব পড়তে পারে। গ্যাস সিলিন্ডারের দাম কমার এই প্রভাব সরাসরি বাড়ির হেঁশেলে না পড়লেও ঘুরপথে তা প্রভাবিত করতে পারে আমজনতাকে। কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় বিভিন্ন রেস্তোরাঁ, ক্যান্টিন, ফাস্টফুড সেন্টার তাদের খাবারের দাম কিছুটা হলেও কমাতে পারে। এতে স্বস্তি পাবে অফিস কর্মচারী, স্কুল-কলেজের পড়ুয়াড়া।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment