WhatsApp Group Join Now

মাসের সংসার খরচ এবার এক ধাক্কায় অনেকটাই কমে যাবে! কারণ গ্যাস সিলিন্ডারের জন্য আর কোনও টাকাই খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন সবাই। শুনে অবাক হচ্ছেন? লোকসভা নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে এমনই পরিবর্তন আসতে পারে বাংলা তথা ভারতীয়দের জীবনে।

এলপিজি সিলিন্ডার এসে বাড়ির রান্নার জন্য কাঠকয়লা, ঘুঁটে দিয়ে উনুন ধরানোর দিন শেষ করেছে। তবে গোটা প্রক্রিয়াটা এত সহজে হয়নি। যখন শহরাঞ্চলের বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না হত তখনও দেখা যেত গ্রামের দরিদ্র পরিবারগুলি কোনরকমে উনুনে জ্বাল দিয়ে দু’বেলা রান্না করছে।

তবে মোদি সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের হাত ধরে এই ছবিটা বদলে যায়। বর্তমানে দেশে যতগুলো বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ আছে তার এক তৃতীয়াংশই হল উজ্জ্বলা যোজনার গ্রাহক। তবে এবার উজ্জ্বলা যোজনাকেও টেক্কা দিতে আসতে চলেছে এক অন্যরকম প্রকল্প। যার ফলে গ্যাস সিলিন্ডার কেনার জন্য টাকার চিন্তাই করতে হবে না সাধারণ মানুষকে।

উজ্জ্বলা যোজনার থেকেও বড় প্রকল্প আগামী দিনে আসতে পারে। আর তা সত্যি হলে বিনা পয়সায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবে দেশবাসী। প্রথম পর্যায়ের ভোটগ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে এই বিরাট চমকের কথা প্রকাশ্যে এসেছে। আর গোটাটাই ঘটেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে।

আরো পড়ুনঃ ১৮,০০০ টাকা প্রতি মাসে সবাইকে দেবে সরকার! দিলে তো ভালোই হয়, কিন্তু সত্যিই কি?

রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে মোদি সরকারের আমলে সন্তোষ ও অসন্তোষের কথা কারোর অজানা নয়। বিজেপি সরকারের আমলেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে সেই সময় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকারও কম ছিল। কিন্তু গত এক দশকে তা বাড়তে বাড়তে এক সময় ১১০০ টাকা পেরিয়ে গিয়েছিল

তবে বর্তমানে ধাপে ধাপে তা কিছুটা কমে ৮০০ টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে। তবে বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস সিলিন্ডারে সবচেয়ে বেশি সুবিধা পান উজ্জলা যোজনার গ্রাহকরা। মোদি সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করার পর দেশের ৯ কোটিরও বেশি মহিলা তাঁদের সংসারের জন্য বছরে ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডার বিপুল ভর্তুকিতে পেয়ে থাকেন। বর্তমানে প্রতিটি উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র

WhatsApp Group Join Now

কিন্তু উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধাকেও এবার টেক্কা দেওয়ার মত এক ঘোষণা সামনে চলে এসেছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বছরে ১০ টি করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে! তবে এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে।

আরো পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার আর পাবেন না! মুখ্যমন্ত্রী কেন বললেন এই কথা?

বিপিএল তালিকাভুক্ত পরিবার হল তারাই যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তৃণমূল কংগ্রেস তাদের ভোট ইস্তেহারে দাবি করেছে- অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর বিরোধী ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তবে প্রথম দিন‌ই দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষদের জন্য বছরের ১০ টি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার বিষয়টি একটি নির্বাচনী প্রতিশ্রুতি। তা এখনই বলবত হওয়ার সম্ভাবনা নেই। আদৌ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে কিনা সেটা ভোটের ফলাফলের উপর নির্ভর করবে। তবে সংশ্লিষ্ট মহল তৃণমূল কংগ্রেসের এই প্রতিশ্রুতিতে চমক দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *