ভোট তো দেবেন, কিন্তু ভোটার লিস্টে নাম আছে কি অনলাইনে চেক করেছেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই প্রথম দুই দফার ভোট হয়ে গিয়েছে। আরও পাঁচ দফার ভোটগ্রহণ হবে। আগামী ১ জুন শেষ দফার ভোটগ্রহণ। তারপর ৪ জুন ভোট গণনার মাধ্যমে ঠিক হবে আগামী পাঁচ বছরের জন্য দেশে নতুন সরকার ক্ষমতায় আসবে নাকি নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি‌ই সরকারের ক্ষমতায় থেকে যাবে।

বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের এই পুণ্যযজ্ঞে ভারতীয় নাগরিক হিসেবে আপনি শামিল হবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য ভোটার তালিকায় নিজের নাম থাকতে হবে। সেই ভোটার তালিকায় বা ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখে নিয়েছেন তো?

ভোটার তালিকায় বা ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা আগেভাগে দেখে না নিলে ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েও ফিরে আসতে হতে পারে। তাই ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা তা বাড়িতে বসেই কীভাবে আগাম জেনে নেবেন সেটাই এই প্রতিবেদনে তুলে ধরা হল।

আরো পড়ুনঃ ১৮,০০০ টাকা প্রতি মাসে সবাইকে দেবে সরকার! দিলে তো ভালোই হয়, কিন্তু সত্যিই কি?

ভোটার লিস্টে (Voter List) আপনার নাম আছে কিনা চেক করবেন কীভাবে?

  • প্রথমে eci.gov.in-এই লিঙ্কে ক্লিক করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকুন।
  • এবার তিনটি উপায়ে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করতে পারবেন- ক) নাম, ঠিকানা, জন্ম তারিখের ভিত্তিতে, খ) Voter ID বা এপিক নম্বরের সাহায্যে, গ) আপনার ভোটার কার্ডে যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রার করা আছে সেটির সাহায্যেও চেক করতে পারবেন।

এই তিনটি উপায়ের কোনটির সাহায্যে কীভাবে ভোটার লিস্ট চেক করবেন সেটা তুলে ধরা হল- 

(1) Search by Details: রাজ্যের নাম, জেলার নাম, নিজের নাম, বয়স ইত্যাদি দিতে হবে। এগুলো দিয়ে সার্চে ক্লিক করলেই আপনার নাম ভোটার লিস্টে থাকলে তা দেখতে পারবেন। আর যদি না দেখায় বুঝবেন ভোটার লিস্টে নাম ওঠেনি বা তা কাটা পড়েছে।

(2) Search by EPIC: নিজের Voter ID-এর নম্বর বা এপিক নম্বর ও রাজ্যের নাম উল্লেখ করে সার্চে ক্লিক করলেই আপনার নাম ভোটার লিস্টে থাকলে তা দেখতে পারবেন। আর যদি না দেখায় বুঝবেন ভোটার লিস্টে নাম ওঠেনি বা তা কাটা পড়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(3) Search by Mobile: ভোটার আইডির সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর ও রাজ্যের নাম উল্লেখ করে দেখে নিন। আপনার নাম ভোটার লিস্টে থাকলে তা দেখতে পারবেন। আর যদি না দেখায় বুঝবেন ভোটার লিস্টে নাম ওঠেনি বা তা কাটা পড়েছে।

আরো পড়ুনঃ রাজ্যে ২৫,০০০ চাকরি বাতিল তো হলোই, এবার টেট নিয়েও খারাপ খবর

এছাড়াও আপনার EPIC নম্বর বা ভোটার আইডি নম্বর লিখে 1950 নম্বরে আপনার মোবাইল ফোন থেকে এসএমএস করুন। তাহলেও রিপ্লাই এসএমএস-এর মাধ্যমে জানতে পেরে যাবেন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা।

Leave a Comment