Was supposed to pay 7500 rupees a month But 1000 rupees are found in Lakshmir Bhandar
WhatsApp Group Join Now

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিন্দুমাত্র কৃতিত্ব নেই। বরং রাজ্যের এই অতি জনপ্রিয় সামাজিক প্রকল্পটির ভাবনা আসলে অন্য এক জায়গা থেকে ‘চুরি’ করা হয়েছে বলে কার্যত অভিযোগ তুললেন প্রাক্তন বিচারপতি তথা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে শিক্ষা দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর রায় দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে রীতিমত আইনের একনিষ্ঠ রক্ষক বলে মনে করতে শুরু করে সাধারণ মানুষ। সেই সূত্রেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

তবে কর্মজীবন থেকে অবসর নেওয়ার মাস তিনেক আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এরপরই চলতি লোকসভা নির্বাচনে তাঁকে তমলুক কেন্দ্রের প্রার্থী করে বিজেপি। সেখানেই ভোট প্রচারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে আসেন তিনি।

আরো পড়ুনঃ ১০০-২০০ না! ১৭০০০ কার্ড বাতিল করল ICICI ব্যাংক, মাথা খারাপ করার মতো কারন

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে তুলে ধরে রাজ্যের মহিলাদের ভোটকে নিজেদের দিকে টেনে আনার প্রচেষ্টায় অতীতে সফল হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৪ লোকসভা নির্বাচনেও তারা সেই চেষ্টা করছে। তবে এবার সফল হবে কিনা সেটা ভোটের ফল প্রকাশিত হলেই বোঝা যাবে।

কিন্তু তার আগে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, মাত্র ১০০০ টাকা বা ১২০০০ টাকা নয়, আসলে প্রথমে প্রস্তাব ছিল বাংলার প্রতিটি পরিবার পিছু ৭,৫০০ টাকা করে অনুদান দেওয়ার। কিন্তু এইসব কিছু না করে যত সামান্য অর্থ দিয়ে ভোট নিজেদের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাবনা বাংলার এক প্রখ্যাত অর্থনীতিবিদের থেকে ‘চুরি’ করা বলেও তিনি অভিযোগ করেন।

আরো পড়ুনঃ মে মাসে বাতিল হবে এইসব লোকের রেশন কার্ড! সরকারি নির্দেশিকা জারি হল

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কৃতি ছাত্র তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের অধ্যাপক প্রণব বর্ধন নাকি অতীতে রাজ্যের প্রতিটি পরিবার পিছু মাসে ৭,৫০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব রেখেছিলেন বলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দাবি। সেই প্রস্তাবকেই আমূল বদলে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নাম দিয়ে বাজারে ছাড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই বেশ জমে উঠেছে।

WhatsApp Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *