গুরুতর অসুস্থ হয়ে আপনার ফুসফুস ও হৃদযন্ত্র প্রতিস্থাপনের যদি দরকার হয় তবে তার সম্পূর্ণ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এর জন্য ৩৫ লক্ষ টাকা দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে উঠে এসেছে। এর জন্য একটি ৯ সদস্যের কমিটিও গঠন করেছে কেন্দ্র।
শোনা যাচ্ছে, একসঙ্গে ফুসফুস ও হৃদযন্ত্র প্রতিস্থাপনের দরকার পড়লে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। তবে এটা সকলকে দেওয়া হবে না। কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই সুবিধা পাবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য যে হেলথ কমিশন আছে তাদের অধীনেই এই বিষয়টি হবে। তবে অর্থ বরাদ্দের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কমিটির রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জমা পড়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিজিএইচএসের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের চিকিৎসা হয়ে থাকে। বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন, ফুসফুস প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করুক আর হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য বরাদ্দ করা হোক ১৫ লক্ষ টাকা।
যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী বা অবসরপ্রাপ্তের ক্ষেত্রে দুটোই একসঙ্গে প্রতিস্থাপন করার দরকার হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছিল কর্মচারি সংগঠনগুলো। দীর্ঘদিন ধরে তাঁদের এই দাবি-দাওয়া জানিয়ে আসা হচ্ছিল সরকারকে। অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। সিজিএইচএসের ডিরেক্টরের নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকরাও আছেন। তাঁরা এই আর্থিক বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেবেন। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য বর্তমানে ফুসফুস প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারী কর্মী ও অবসরপ্রাপ্তরা সরকারের থেকে ১১.৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পান। আর হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে এই আর্থিক সহায়তার পরিমাণ ৭.৯০ লক্ষ টাকা। দুটি একত্রে করতে হলে পাওয়া যায় সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা।
কিন্তু বর্তমানে চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে তাতে এই টাকায় ফুসফুস এবং হৃদযন্ত্র প্রতিস্থাপনের মত জটিল অস্ত্রোপচার সম্ভব হয় না। তাছাড়া এই প্রতিস্থাপনের বেশিরভাগ কাজই বেসরকারি হাসপাতালে হয়ে থাকায় খরচ আরও বেশি পড়ে। সেই কারণেই বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছিল কর্মচারি সংগঠনগুলো। তাঁদের সেই দাবিতে প্রথম পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৫ লাখ টাকার বেশি নয়! সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে সরকারি কর্মীরা
👉 SBI এর কর্মচারীরা এবার শুধরে যাবে! ব্যাঙ্ক কর্তৃপক্ষ গোপনে করবে এই কাজ
👉 মে মাসে ঢুকবে বাড়তি DA, তবুও খুশি না সরকারি কর্মীরা
👉 পশ্চিমবঙ্গে আগেই চালু ছিল! এবার গোটা দেশেই চালু হল খেলনা মেলা
👉 চেকে টাকা লিখেই Only লেখা হয় কেন? না লিখলে কী হবে?