মে মাসে ঢুকবে বাড়তি DA, তবুও খুশি না সরকারি কর্মীরা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শত খারাপের মধ্যে একটু হলেও খুশির খবর। অষ্টাদশ লোকসভার নির্বাচন প্রক্রিয়া চলার মাঝেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ব্যবধান আরও কিছুটা কমতে চলেছে।

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে প্রতিবাদ আন্দোলনের কথা সকলেই কমবেশি জানেন। আসন্ন লোকসভা নির্বাচনে এটি অন্যতম রাজনৈতিক হাতিয়ারও করতে চলেছেন রাজ্যের বিরোধীদলগুলো। এদিকে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার’ই যে সবচেয়ে কম হারে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করে সেটাও একটি তথ্য থেকে উঠে এসেছে।

দেশের বেশিরভাগ রাজ্য যখন কেন্দ্রীয় হারে বা তার কাছাকাছি হারে মহার্ঘ ভাতা প্রদান করছে তখন এই মুহূর্তে কেন্দ্রীয় হারের থেকে ৪০ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে ঘোষণা করে তারা তাদের কর্মীদের আরও চার শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা দেবে। জানুয়ারি ২০২৪ থেকে এই মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়ার শুরু হয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন। তবে খুব শীঘ্রই এই ব্যবধান কমতে চলেছে। মে মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। তখন এই ব্যবধান কমে ৩৬ শতাংশে এসে দাঁড়াবে।

তবে এটা নতুন কোন‌ও প্রাপ্তি নয়। গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মে মাস থেকে এই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন

ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ৪ শতাংশ করে ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছে। এতে রাজ্য সরকারের প্রায় ১৪ লক্ষ কর্মী উপকৃত হবেন। তবে এই বর্ধিত ডিএ-র টাকা অবশেষে আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। উল্লেখ্য মে মাসে এই ৪ শতাংশ অতিরিক্ত ডিএ বা মহার্ঘ ভাতা দিলে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মোট ডিএ’র অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১৪ শতাংশে

তবে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর কম বোঝা চাপেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এর জন্য রাজ্য সরকারের ঘাড়ে বার্ষিক ২৪০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা চেপেছে। যদিও সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ মোটেও খুশি হতে পারছেন না। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ সংক্রান্ত এই বিবাদের বিষয়টি এই মুহূর্তে সর্বোচ্চ আদালতে বিচারাধীন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের

👉 চেকে টাকা লিখেই Only লেখা হয় কেন? না লিখলে কী হবে?

👉 ব্যাঙ্কে গিয়ে আর ভিড় করতে হবে না, এইভাবেই টাকা জমা করতে পারবেন

👉 ১ মাসের রিচার্জ করলে খরচ বাড়বে! কিন্তু এইভাবে রিচার্জ করলে টাকা বাঁচবে

👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

Leave a Comment