১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি হকারি করেন বা ছোট ব্যবসা আছে? মোদ্দা কথা হল, আপনি যদি হকারি বা ছোটখাট ব্যবসা করে কোন‌ও রকমে সংসার চালিয়ে থাকেন আর যদি টাকার দরকার পড়ে তবে চিন্তা নেই। এবার আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ৫০ হাজার টাকা। মোদি সরকার চালু করেছে স্বানিধি যোজনা (PM Svanidhi Yojana)

এই প্রকল্পের হাত ধরে ব্যবসা শুরু করার জন্য বা চালু ব্যবসাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীরা পেয়ে যেতে পারেন ৫০ হাজার টাকা

তবে এই ৫০ হাজার টাকা অনুদান নয়, খুব স্বল্প সুদে ঋণ হিসেবে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দেশের নতুন উদ্যোগপতি থেকে শুরু করে স্টার্ট আপ সংস্থা বা ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য একাধিক সরকারি প্রকল্প আছে। কিন্তু হকারদের নিজস্ব দোকান ঘর না থাকায় জীবনে অনেক স্বপ্ন থাকলেও তা সাধারণত বাস্তবায়িত হয় না। সারা জীবন সাফল্যের সঙ্গে হকারি করা সত্ত্বেও অনেকে ব্যবসা বাড়াতে পারেননি সেভাবে সুযোগ না থাকায়। এদিকে উপযুক্ত রোজগারের অভাবে হকারদের জীবন যাত্রার মান মোটেও পর্যাপ্ত নয়। তাঁদের পরিবার অনেক কষ্টে জীবন যাপন করে। এই পরিস্থিতিতে অসহায় হকারদের সহায় হয়ে এগিয়ে এল কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতর। তাঁরাই দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হকারদের জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা।

কোনও হকার যদি নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেন সেক্ষেত্রে বিনিয়োগ ও পরিকাঠামো গড়ার জন্য তিনি প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কয়েকটি ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। তবে এই ঋণ বা লোন পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে।

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় ঋণের শর্ত কী?

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় ঋণ পেতে হলে সংশ্লিষ্ট হকারের কাছে স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে। অথবা একান্তই ট্রেড লাইসেন্স না থাকলেও স্থানীয় প্রশাসনের দেওয়া বৈধ হকার পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। আর দুটোই যদি একসঙ্গে থাকে তাহলে আরও ভাল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনায় প্রাথমিকভাবে একজন হকারকে অত্যন্ত অল্প সুদে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। প্রতি মাসে মাসে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে একজন হকার যদি সঠিকভাবে ঋণের অর্থ পরিশোধ করে দেন তবে তিনি দ্বিতীয়বার আবার ২০ হাজার টাকা ঋণ পাবেন। এই টাকাও সঠিক সময় পরিশোধ করে দিলে আরও ৫০ হাজার টাকা ঋণ পাবেন। এই ঋণ পাওয়ার জন্য আপনাকে কোনরকম সিকিউরিটি বা জমানত ব্যাঙ্কে রাখতে হবে না।

যেসমস্ত কাগজপত্রগুলি লাগবে

  • Aadhaar Card
  • Voter ID Card
  • PAN Card MNREGA কার্ড- এই নথিগুলি থাকাটা জরুরি।

কীভাবে প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার ঋণের জন্য আবেদন করবেন?

https://pmsvanidhi.mohua.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করে এই প্রকল্পের ওয়েবসাইটে ঢুকুন। সেখানে ঋণের জন্য আবেদন করুন। আপনার সম্বন্ধে যাবতীয় তথ্য চাইবে, তা সঠিকভাবে দিন। তখনই আপনাকে বলে দেবে আপনি ঋণ পাওয়ার যোগ্য কিনা।

এছাড়াও প্রধানমন্ত্রী স্বানিধি যোজনার ঋণের জন্য আপনি যে পুর এলাকায় বসবাস করেন বা যে পুর এলাকায় হকারি করেন সেখানকার পুরসভার গিয়ে যোগাযোগ করুন।

পরবর্তী ধাপে যথারীতি ব্যাঙ্কে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ঋণ পেতে কোন‌ও অসুবিধা হবে না।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতেই হবে? নাহলে কি ভোট দেওয়া যাবেনা?

👉 DA বাড়ানোর পরই কর্মীদের বড় নির্দেশ সরকারের, ৩০ এপ্রিলের মধ্যে এই কাজটি করতেই হবে

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

👉 Jio, Airtel, VI যে সিম থাকুক না কেন, ১৫ এপ্রিল থেকে বন্ধ হবে এই সুবিধা

👉 ৯০ টাকার কয়েন বাজারে চলে এলো, কিন্তু এদিয়ে কিছুই কেনা যাবেনা

👉 সরকারি এই ব্যাঙ্ককে উচিত শিক্ষা দিল আয়কর দপ্তর! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দেখুন

Leave a Comment