৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মে মাস থেকে 14 শতাংশ ডিএ নিয়ে কী করবেন? কেন্দ্রের কর্মীরা যে 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। মোট 9টি ভাতা বাড়ানো হয়েছে তাঁদের জন্য। তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন পাবে না। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে তাঁদেরও।

রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে। সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ AICPI মেনে চাই মহার্ঘ ভাতা, সঙ্গে বকেয়াও। এমনই দাবি জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এবার সেই দাবিটাই মেটাবে নাকি রাজ্য সরকার! দারুণ সুখবর সামনে!

আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী 6 মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন, মহার্ঘ ভাতা সহ আরও যা যা ভাতা বাকি থাকছে সব মেটাতে হবে। নাহলে হবে না। এদিকে কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলেছিল দুর্ভাগ্যজনকভাবে আজও ডিএ মামলাটি ঝুলে পড়ল। সুপ্রিম কোর্ট এখনও নাগাল দিচ্ছে না মামলার। একইভাবে বঞ্চিত হচ্ছেন রাজ্যের কর্মীরা। তাহলে কি এবার মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরে এল।

হাইকোর্ট তো এদিন স্পষ্ট বলেছে, কর্মচারীরা নিজেদের সংস্থার বেতন বা অন্য কোনও বিষয়ে অসন্তুষ্ট থাকে আদালতের দরজা সবসময় খোলাসংস্থাগুলোকে শুনতে হবে তাদের কথা

আর মামলার শুনানি অনুযায়ী, 2018 সালের 1 জানুয়ারি থেকে সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। তাহলে কি এবার এক ধাক্কায় 50 শতাংশ পর্যন্ত DA পেতে চলেছেন সরকারি কর্মীরা!

দুর্ভাগ্যজনক ভাবে বলতে হবে, সেটি হচ্ছে না। এটি মূলত মুম্বই হাইকোর্টের নির্দেশনা ছিল গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের জন্য। এই সংস্থার কর্মীরা বকেয়া নিয়ে হেনস্থা হচ্ছিলেন। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

ওদিকে সংস্থাটি 2023 সালের 21 জুন বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, মামলাটি বিচারাধীন থাকায় কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশনও দেবে না। এরপর মামলা আরও জোরদার হয়ে ওঠে। অবশেষে কর্মচারীদের পক্ষেই রায় দিচ্ছে মুম্বই আদলত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 B.Ed প্রার্থীদের ধাক্কা আরো বাড়লো, হাইকোর্ট দিল এই নির্দেশ

👉 ৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোন‌ও সুদ ছাড়াই!

👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার 

👉 ১ মাসের রিচার্জ করলে খরচ বাড়বে! কিন্তু এইভাবে রিচার্জ করলে টাকা বাঁচবে

👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন

Leave a Comment