৬ মাস টাকা তোলা যাবেনা, এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খুশির ইদের মধ্যেই ভয়ঙ্কর দুঃসংবাদ। এই ব্যাঙ্ক থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল আরবিআই। ফলে এখানে অ্যাকাউন্ট খুলে থাকলে এবং তাতে টাকা পর্যাপ্ত মাত্রায় সঞ্চিত থাকলেও তা গ্রাহকরা এখনই আর কাজে লাগাতে পারবেন না। সেভিংস, কারেন্ট বা অন্য যে কোন‌ও ধরনের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

যে ব্যাঙ্কটির কথা বলা হচ্ছে সেটা মহারাষ্ট্র ভিত্তিক শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক। তাদের উপর একগুচ্ছ বিধি নিষেধ জারি করা হয়েছে। বছরখানেক ধরে একের পর এক সমবায় ব্যাঙ্কের ঘট উল্টোতে শুরু করেছে। এক্ষেত্রে বিপদ আঁচ করে আগাম পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়নি। তবে আগামী ছয় মাসের জন্য এই ব্যাঙ্কে থাকা সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে গ্রাহকরা প্রয়োজন থাকলেও এই সমবায় ব্যাঙ্কের সেভিংস, কারেন্ট, রেকারিং কোন‌ও ধরনের অ্যাকাউন্ট থেকেই এখন বেশ কিছুদিন টাকা তুলতে পারবেন না। গত ৮ এপ্রিল থেকে এই নির্দেশিকা বলবৎ হয়েছে।

তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকরা চাইলে এখানকার অ্যাকাউন্টে রাখা টাকা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে লোনের ইএমআই মেটাতে পারবেন। পাশাপাশি শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক বর্তমানে কোন‌ও গ্রাহকের থেকে আমানত সংগ্রহ করা, কোথাও বিনিয়োগ করা এই সব কিছুও করতে পারবে না। এর উপরেও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। তবে অন্যান্য ব্যাঙ্কিং কাজ চালিয়ে যেতে পারবে তারা। এই সময়কালে ব্যাঙ্কের কোন‌ও সম্পত্তিও বিক্রি করা যাবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে পড়ে যাওয়াতেই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। বিষয়টি নিয়ে যথারীতি শিরপুর মার্চেন্ট কো-পারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই ভাবছেন তাঁদের টাকা বুঝি পুরোপুরি মার গেল। যদিও ব্যাপারটা তেমন নয়।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স তারা বাতিল করছে না। ফলে আশা করা যায় যে এই কঠিন পদক্ষেপগুলির মধ্য দিয়ে ব্যাঙ্কটির আবার হাল ফিরবে। এদিকে Deposit Insurance and Credit Guarantee Corporation বা DICGC-এর কাছে প্রতিটি ব্যাঙ্কের প্রতিটি অ্যাকাউন্টের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা থাকে।

তাই একান্তই যদি শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক আগামী দিনেও তার গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারে তবে পুরোপুরি ভেঙে পড়ার কিছু নেই। কারণ এই বিমার ফলে আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর! এবার ৩৫ লাখ টাকা পাবে এই কাজের জন্য

👉 খরচ বাড়ার তো কথা নয়! ২০২৪ এ ফের সুখবর দিল RBI

👉 দামে কম কিন্তু ভালো চাল, আটা দেবে সরকার! কোথায় গেলে পাবেন জেনে নিন

👉 ৫ লাখ টাকার বেশি নয়! সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে সরকারি কর্মীরা

👉 SBI এর কর্মচারীরা এবার শুধরে যাবে! ব্যাঙ্ক কর্তৃপক্ষ গোপনে করবে এই কাজ

Leave a Comment