খরচ বাড়ার তো কথা নয়! ২০২৪ এ ফের সুখবর দিল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্থবর্ষের শুরুতেই সুখবর। নিশ্চিন্তে এখন ব্যাঙ্ক থেকে ঋণ নিন। কারণ হঠাৎ সুদের হার বেড়ে যাওয়ার ভয় নেই। ফলে ঋণের খরচ বাড়ছে না। নতুন ঋণ নীতি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে RBI গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট ৬.৫% তেই স্থির রাখার কথা ঘোষণা করেন। এই নিয়ে টানা সপ্তম ত্রৈমাসিকে রেপো রেট এক রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো তাদের প্রদেয় ঋণের সুদের হার বাড়াবে না বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন।

২০২৪-২৫ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকেই দেশবাসীর জন্য সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষ করে যারা চাকরি করেন তাঁরা এই খবরে উচ্ছ্বসিত হবেন। কারণ হোম লোন, কার লোন, পার্সোনাল লোনে সুদের হার আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে বাড়ছে না। উল্টে আগামী দিনে কিছুটা হলেও কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

দেশের বাজারে মুদ্রাস্ফীতি এবং মূল্য হ্রাসের বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ায়-কমায়। এই রেপো রেটের মাধ্যমে নির্ধারিত হয় কেন্দ্রীয় ব্যাঙ্ক কোন হারে বাণিজ্যিক ব্যাঙ্ককে ধার দেবে। বাজারে মুদ্রাস্ফীতি দেখা দিলে নগদ অর্থের যোগানে লাগাম টেনে রেপো রেট বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক। চলতি বছরের একটা সময় প্রতি মাসে টানা রেপো রেট বাড়িয়ে চলেছিল আরবিআই।

এর ফলে চাকুরীজীবী বা স্বনিয়োজিত যে ব্যক্তিরা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন, তাঁরা প্রবল সমস্যায় পড়ছিলেন। কারণ এই রেপো রেট বাড়ানোর কারণে এক ধাক্কায় মাসিক ইএমআই অনেকটা বেড়ে গিয়েছিল। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষবারের রেপো রেট বাড়িয়েছিল আরবিআই।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট না বাড়ানোয় ব্যাঙ্কগুলো এই মুহূর্তে তাদের লোনে সুদ বাড়াবে না। ফলে আমজনতার ইএমআই বাড়ার আশঙ্কাও নেই। উল্লেখ্য গত বেশ কয়েকটি মাস টানা রেপো রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে ব্যাঙ্কগুলোর তহবিল সংগ্রহের খরচ অনেকটাই কমেছে। তাই তারা বেশ কিছু ক্ষেত্রে ঋণের সুদের পরিমাণ সামান্য হলেও কমাতে পারে বলে আর্থিক বিশেষজ্ঞদের একাংশ আশা করছেন।

যদিও রেপো রেট না বাড়ালেও অন্য আশঙ্কার কথা শুনিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও অর্থনীতির শক্তি পুরনো জায়গায় সম্পূর্ণরূপে ফিরে যায়নি। বরং বিশ্ববাজারে টালমাটাল অবস্থার কারণে ভারতীয় অর্থনীতিতেও কিছু আশঙ্কার দিক থেকে গিয়েছে। তাই রেপো রেট কমানো সম্ভব হয়নি।

এই মুহূর্তে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। ফলে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট না বাড়ানো নিয়ে প্রশ্ন‌ও তুলেছেন কিছু অর্থনীতিবিদ। তাঁদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের ভুল ঋণ নীতির জন্য বাজারে দ্রব্যমূল্যের দাম কিছুতেই কমছে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিকে দেশের জনগণের উদ্দেশ্যে আরও একটি খুশির খবর শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে তারা। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.৬ শতাংশের সীমা ছুঁয়ে খেলবে নতুন শুরু হওয়া আর্থিক বর্ষে।

এদিকে এবারে ফসল উৎপাদন ভাল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে অত্যধিক তাপমাত্রা থাকার বিষয়টি তাদের কিছুটা হলেও দুশ্চিন্তায় রেখে দিয়েছে।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ছেড়া নোটে আঠা লাগানোর দরকার নেই, RBI-এর নিয়মটা জানলেই হবে

👉 পশ্চিমবঙ্গে আগেই চালু ছিল! এবার গোটা দেশেই চালু হল খেলনা মেলা

👉 চেকে টাকা লিখেই Only লেখা হয় কেন? না লিখলে কী হবে? 

👉 ৫ লাখ টাকার বেশি নয়! সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে সরকারি কর্মীরা

👉 SBI এর কর্মচারীরা এবার শুধরে যাবে! ব্যাঙ্ক কর্তৃপক্ষ গোপনে করবে এই কাজ

👉 মে মাসে ঢুকবে বাড়তি DA, তবুও খুশি না সরকারি কর্মীরা

Leave a Comment