ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সতর্কতা জারি করল! যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রাহকদের সাইবার ফ্রড বা আর্থিক জালিয়াতির হাত থেকে বাঁচাতে এবার বড় নির্দেশ দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI-এর। এই নির্দেশিকা মেনে না চললে যে কোন‌ও মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। কেন এই নির্দেশিকা মেনে চলতে হবে, কোথায় এর গুরুত্ব আসুন এই প্রতিবেদনে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা যাক।

আর্থিক জালিয়াতি ঠেকাতে প্রতিনিয়ত কাজ করে চলেছে RBI এবং দেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাঙ্ক। কিন্তু জালিয়াতরাও বসে নেই। তারা নিত্যনতুন কৌশল নিয়ে এসে সাধারণ মানুষকে প্রতারণা করেই চলেছে। একটা সময় ছিল মানুষ না বুঝতে পেরে প্রতারকদের ফাঁদে পা দেওয়ার কারণেই আর্থিক জালিয়াতির শিকার হতেন।

কিন্তু বর্তমানে আপনি সম্পূর্ণ সজাগ থেকে সরাসরি কোন‌ও ভুল না করলেও প্রতারকরা আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। এর কারণ নিজের‌ই কিছু বেখেয়ালি পদক্ষেপ। এই বিষয়টাই তুলে ধরে আইসিআইসিআই ব্যাঙ্ক সকলকে সাবধানতা অবলম্বন করতে বলেছে

আর্থিক জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে কী করতে বলছে ব্যাঙ্ক?

১/৯: আর্থিক জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় নিজের এটিএম কার্ড, ইন্টারনেট ও অনলাইন ব্যাঙ্কিং সহ সর্বত্র শক্তিশালী পাসওয়ার্ড দিন। অনেকের মধ্যেই প্রবণতা আছে নিজের ডাক নাম বা পছন্দের খেলোয়াড় অথবা অভিনেতার নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা। এটা একদম করবেন না। বদলে পাসওয়ার্ডে সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার রাখুন।

২/৯: স্মার্টফোন হোক বা ল্যাপটপ, সব সময় সফটওয়্যার আপ টু ডেট রাখুন এবং একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে আপনার ডিভাইসে অবাঞ্ছিত অনুপ্রবেশ আটকানো অনেকটাই সহজ হবে।

৩/৯: UPI অ্যাপ থেকে শুরু করে অনলাইন ব্যাঙ্কিং সহ যে যে সব জায়গায় টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি সম্ভব হবে তা সক্রিয় রাখুন। এমনকি নিজের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪/৯: কখনই নিজের ল্যাপটপ বা স্মার্টফোন আনলক অবস্থায় অথবা অসুরক্ষিত অবস্থায় ছেড়ে যাবেন না। তেমন হলে সব সময় নিজের সঙ্গে রাখুন।

৫/৯: ভুল করেও অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। সে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেল যেখানেই আসুক না কেন।

৬/৯: কখনই অন্যের সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য একদমই অপরের সঙ্গে শেয়ার করা উচিত নয়।

৭/৯: আপনার স্মার্টফোনে বা ল্যাপটপে কোন‌ও অ্যাপ ডাউনলোড করতে হলে সরাসরি Google Play Store বা Apple Play Store থেকে করুন।

৮/৯: ভুলেও কোন‌ও জায়গায় কোনরকম সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

৯/৯: এরপরেও যদি সাইবার প্রতারণার শিকার হয়ে থাকেন তবে দ্রুত National Cyber Crime Reporting Portal-এ অভিযোগ দায়ের করুন। এর ওয়েবসাইট হল- www.cybercrime.gov.in এছাড়াও ১৯৩০ নম্বরে ফোন করেও বিষয়টি জানাতে পারেন।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের

👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন

👉 ১ মাসের মধ্যে তৃণমূলের ভোট ২% বাড়ল, বাম ও বিজেপির কী হাল?

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

👉 Jio, Airtel, VI যে সিম থাকুক না কেন, ১৫ এপ্রিল থেকে বন্ধ হবে এই সুবিধা

Leave a Comment