গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ১ সুখবর দিল RBI, কিন্তু হিসেব মিলছে না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার মাত্র কদিন আগে বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে ফলে আমজনতার হেঁসেলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এরপর আরও এক স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। যদিও খাতায়-কলমে সেই স্বস্তির খবর নিয়ে কিছুটা হলেও বিতর্ক আছে।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারিতেও পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার কমেছে। এমনিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, আগামী ৬ মাস মুদ্রাস্ফীতির হার সহন ক্ষমতার মধ্যেই, অর্থাৎ ২ থেকে ৬ শতাংশের ভেতর থাকবে

সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.১০ শতাংশ। গত ১২ মার্চ তারিখে ফেব্রুয়ারি মাসের মুদ্রাস্ফীতির হার প্রকাশ করেছে আরবিআই। সেখানে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার কমে হয়েছিল ৫.০৯ শতাংশ। সেই হিসেবে দেশের বাজারে জিনিসপত্রের দাম অনেকটা নিয়ন্ত্রণে থাকার কথা।

কিন্তু খাতায়-কলমের এই হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেকটাই মিলছে না। অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক নিজেই স্বীকার করে নিয়েছে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার কমলেও খুচরো বাজারে তা চড়া অবস্থাতেই আছে। বরং সেটা কিছুটা হলেও বেড়েছে।

বিশেষ করে খুচরো বাজারে পানীয় ও খাবারের মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারি মাসে ছিল ৮.৬৬ শতাংশ। আমজনতার অভিজ্ঞতাও এই তথ্যকে সমর্থন করছে। কারণ এবারে শীতকালে কাঁচা সবজির দাম সেভাবে কমেনি। উল্টে ফেব্রুয়ারি মাসেই প্রতি কেজি জ্যোতি আলুর দাম ১৮ টাকার আশেপাশে ছিল, যা বর্তমানে বেড়ে ২৩-২৪ টাকা প্রতি কেজি হয়ে গিয়েছে।

এই মুহূর্তে বাজারে সবজির দাম অগ্নিমূল্য ফেব্রুয়ারি মাসেও ছবিটা খুব একটা অন্যরকম ছিল না। শীতের যে সকল সবজি অন্যান্য বছর ফেব্রুয়ারি মাসে প্রায় জলের দরে পাওয়া যেত এবার সেগুলো কিনতে গিয়েও মধ্যবিত্তের চোখ থেকে জল পড়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর সরকারের তথ্যই বলছে বাজারে খাদ্য সামগ্রীর দাম অনেকটা বেড়ে গিয়েছে। ঘটনা হল, সাধারণ মানুষের সংসার খরচের একটা বড় অংশজুড়ে থাকে খাওয়া-দাওয়ার খরচা। ফলে বোঝাই যাচ্ছে রান্নার গ্যাসের দাম কমিয়ে সরকার যতই আমজনতাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করুক না কেন কাঁচা সবজি, মুদিখানার দ্রব্য, স্টেশনারি জিনিসপত্রের চড়া দর স্বস্তিতে থাকতে দিচ্ছে না। বরং জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে গরিবরা কীভাবে দু’বেলা দুমুঠো পেট ভরা খাবার খাবে সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 DA নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, একটুর জন্য শুনানি আটকে গেল

👉 ১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট

👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন

👉 ডবল ধামাকা! বছরে ২ বার করে IPL, কোন কোন সময়ে হবে?

👉 রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন

👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার

Leave a Comment