VI New Recharge Price: ভোডাফোন আইডিয়া (VI) এরও রিচার্জের দাম বাড়লো, ৪ জুলাই থেকে এত টাকা বেশি দিতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিলায়েন্স জিও এবং এয়ারটেলের পরে, তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (VI)ও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Vi-এর বর্ধিত দাম 4 জুলাই থেকে কার্যকর হবে।

Vodafone-Idea-এর বেসিক প্ল্যান 179 টাকা, যার দাম এখন বেড়ে 199 টাকা হয়েছে। কোম্পানিটি তার শুল্ক পরিকল্পনা প্রায় 20 শতাংশ বৃদ্ধি করেছে।

দেখে নিন VI এর বর্ধিত দামের তালিকা

(1) 179 টাকার প্ল্যানের দাম বেড়েছে 199 টাকা পর্যন্ত। বৈধতা 28 দিন। ডেটা মোট 2GB।

(2) 459 টাকার প্ল্যানের দাম বেড়েছে 509 টাকা পর্যন্ত। বৈধতা 84 দিন। ডেটা মোট 6GB।

(3) 269 ​ টাকার প্ল্যানের দাম বেড়েছে 299 টাকা পর্যন্ত। বৈধতা 28 দিন। ডেটা প্রতিদিন 1GB।

(4) 299 টাকা টাকার প্ল্যানের দাম বেড়েছে 509 টাকা পর্যন্ত। বৈধতা 28 দিন। ডেটা প্রতিদিন 1.5GB।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(5) 319 টাকার প্ল্যানের দাম বেড়েছে 379 টাকা পর্যন্ত। বৈধতা 30 দিন। ডেটা প্রতিদিন 2GB।

(6) 479 টাকার প্ল্যানের দাম বেড়েছে 579 টাকা পর্যন্ত। বৈধতা 56 দিন। ডেটা প্রতিদিন 1.5GB।

(7) 539 টাকার প্ল্যানের দাম বেড়েছে 649 টাকা পর্যন্ত। বৈধতা 56 দিন। ডেটা প্রতিদিন 2GB।

(8) 719 টাকা টাকা টাকার প্ল্যানের দাম বেড়েছে 859 টাকা পর্যন্ত। বৈধতা 84 দিন। ডেটা প্রতিদিন 1.5GB।

(9) 839 টাকা টাকা টাকার প্ল্যানের দাম বেড়েছে 979 টাকা পর্যন্ত। বৈধতা 84 দিন। ডেটা প্রতিদিন 2GB।

(10) 1799 টাকার প্ল্যানের দাম বেড়েছে 1999 টাকা পর্যন্ত। বৈধতা 365 দিন। ডেটা মোট 24GB।

আরো পড়ুন: Jio New Tarrif: জিও রিচার্জের দাম বাড়লো, এবার ২৮ দিনের জন্য এত টাকা দিতে হবে

Vi এর বার্ষিক রিচার্জ প্ল্যানও ব্যয়বহুল হয়ে উঠেছে

Vodafone Idea-এর বার্ষিক প্ল্যানের দাম 2899 টাকা। দাম বাড়ার পর এর দাম 3499 টাকা। এই প্ল্যানের বৈধতা 365 দিন। এতে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100টি SMS পাওয়া যাচ্ছে।

Leave a Comment