স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM) 2024, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যোগ্যতা এবং আর্থিক ভিত্তিতে একটি বৃত্তি প্রকল্প।
একাডেমিকভাবে মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করে। কিন্তু অনেক দিন হল, অনেক মাস হল এই আর্থিক সহায়তার টাকা আর পাঠাচ্ছে না সরকার।
পড়ুয়ারা আবেদন করে ফেললেও, তাদের আবেদন এপ্রুভড হলেও টাকা আসছে না। কারও কারও তো আবার আবেদনই এপ্রুভ হচ্ছে না। অনেকেই ভাবছেন যে হয়ত বন্ধ হয়ে গিয়েছে, রাজ্যের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। না একেবারেই তা নয়। এই স্কলারশিপের টাকা পাওয়া নিয়ে নতুন আপডেট এসেছে।
কবে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা?
জুন মাসেই, সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে স্কলারশিপে তাদের এপ্রুভালের তথ্য বিকাশ ভবনের কাছে জমা করেছে বলে জানা গিয়েছে। প্রায় সমস্ত অফিশিয়াল কাজ শেষ।
জুলাই মাসে তাই একটি ফান্ড রিলিজের আশা রাখাই যায়। যে পড়ুয়ার এপ্লিকেশন স্ট্যাটাস SVMCM Application Sanctioned দেখাচ্ছে। আবার Fund Not Yet Disbursed ও দেখাচ্ছে। তারা সবার আগে টাকা পাবে।
স্কলারশিপের এপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন কীভাবে?
(১) https://svmcm.wbhed.gov.in/ এই ওয়েব সাইটে গিয়ে Application Loginএ ক্লিক করুন।
(২) অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখে log in করুন।
(৩) এবার আপনার প্রোফাইলটি খুলে গিয়ে, নীচে একটি ড্যাশবোর্ড দেখালে, উপরে লেখা “Track Application”এ ক্লিক করুন।
(৪) এবার আপনার স্ক্রিনের পর্দায় আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।
কারা পাবেন না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা?
(১) আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন।
(২) রাজ্যের মধ্যে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা না করেন।
(৩) চূড়ান্ত যোগ্যতা পরীক্ষায় ন্যূনতম 75% নম্বর আসেনি।
(৪) 2.5 লাখ টাকার কম বার্ষিক আয় নয়।
আরো পড়ুন: Scheme for Hawkers: আবেদন করলেই ৮০,০০০ টাকা! হকারদের জন্যই এই সুবিধা
আমরা আশা করি যে স্বামী বিবেকানন্দ বৃত্তিকে আরও ভালভাবে বোঝার জন্য এই তথ্যটি আপনার জন্য উপকারি ছিল।
আরও তথ্য এবং অনুসন্ধানের জন্য, অফিশিয়াল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in এ ভিজিট করুন।
এ প্রসঙ্গে আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে বা সহায়তার প্রয়োজন হয়, তাহলে পরবর্তী প্রতিবেদনে, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব।