T20 বিশ্বকাপ ভারত তো জিতলোই, কিন্তু কে কত টাকার প্রাইজ পেলো?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা হয়ে গেলো। ২০টি দল এইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ছিলো।  এইবারের ফাইনালে ভারত আর সাউথ আফ্রিকা ছিলো। অবশেষে ভারত জিতে গেলো।‌

গত ২৯ শে জুন ২০২৪ শনিবার ফাইনালের খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দলটি বিজয়ী হবে, সেই দল তো মোটা অঙ্কের টাকা পাবেই, তার সঙ্গে যে দলটি রানার্স আপ হবে, সেই দলটিও মোটা অঙ্কের টাকা পাবে, এর সাথে ২০ নম্বর দলটি ও পুরস্কার পাবে।

T20 ক্রিকেট বিশ্বকাপের প্রাইজের তালিকা

গত ২ রা জুন থেকে এইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল। এই বার নীচের লিস্ট থেকে দেখে নিন প্রাইজের তালিকা-

T20 বিশ্বকাপ কোন স্থান অধিকারী দল কত টাকা পেতে চলেছে?

২ই জুন থেকে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে নীচের লিস্ট থেকে দেখে নিন T20 বিশ্বকাপ কোন স্থান অধিকারী দল কত টাকা পেতে চলেছে।

এইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল প্রথম হলো অর্থাৎ ভারত, সেই দল  ২.৪৫ মিলিয়ন ডলার পেলো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৩৬ কোটি টাকা পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপর যে দল ফাইনালে উঠেও পরাজিত হলো অর্থাৎ দক্ষিণ আফ্রিকা পেলো ১.২৪ মিলিয়ন ডলার যা প্রায় ভারতীয় ১০.৬৪ কোটি টাকা।

এর পরের যে দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে সেই দুই দলকে ৭৮৭,৫০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৫৪ কোটি টাকা দেওয়া হবে। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে আউট দলগুলিকে ৩.১৭ কোটি টাকা দেওয়া হবে।

আরো পড়ুন: ভোডাফোন আইডিয়া (VI) এরও রিচার্জের দাম বাড়লো, ৪ জুলাই থেকে এত টাকা বেশি দিতে হবে

এরপর ৯  থেকে ১২ স্থান  পর্যন্ত যে দলগুলি রয়েছে সেই দলগুলিকে ২.০৫ কোটি টাকা দেওয়া হবে,এর পরবর্তী ১৩ তম স্থান থেকে ২০ তম স্থান পর্যন্ত যে দলগুলি রয়েছে সে দলগুলিকে ১.৮৭ কোটি টাকা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দলগুলিকে ২৫.৮৯ লক্ষ টাকা দেওয়া হবে।

Leave a Comment