UPI দিয়ে টাকা লেনদেন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো সবকিছু এখন জলভাত হয়ে গিয়েছে। থার্ড পার্টি হোক বা যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে তাদের ইউপিআই পেমেন্ট গেটওয়ের কোনও একটি নিজের ফোনে লিঙ্ক করা থাকলে কোনও নগদ টাকা না নিয়েই আজকাল বাইরে বেরিয়ে পড়া যায়।
তারপর গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া-দাওয়ার খরচ মেটানো, কেনাকাটা সবকিছুই দিব্যি ইউপিআই দিয়ে করতে পারেন। এবার এই ইউপিআই ব্যবহার করে আরও বড় সুযোগ আপনার সামনে আসতে চলেছে। যার জন্য আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকারই পড়বে না।
সম্প্রতির রিজার্ভ ব্যাঙ্কের তিনদিনের মুদ্রা নীতি কমিটির বৈঠক ছিল। সেখানে ঠিক হয়েছে, এবার থেকে ইউপিআই দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করার ব্যবস্থা চালু করা হবে। সাধারণত টাকা জমা করার ক্ষেত্রে ব্যাঙ্কের শাখায় যেতে হয়। ফলে টাকা তোলার বিষয়টি এটিএম, ইউপিআই ইত্যাদি দিয়ে যতটা সহজ, জমা করার বিষয়টি ততটা নয়। যদিও CDM এটিএম-গুলোকে ক্যাশ ডিপোজিট করা যায়। সেগুলির মাধ্যমে ব্যাঙ্কের শাখায় না গিয়েও টাকা জমা করা সম্ভব। এর জন্য ডেবিট কার্ড বা এটিএম কার্ড দরকার হয়।
তবে কিছু মাস আগেই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এটিএম থেকে ডেবিট কার্ড ছাড়াই ইউপিআই-এর সাহায্যে টাকা তোলার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এবার গ্রাহকদের আরও সুবিধা দিতে এই CDM-গুলোতেই ইউপিআই এর মাধ্যমে ক্যাশ ডিপোজিট বা টাকা জমা করার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউপিআই-এর মাধ্যমে এটিএম এ টাকা জমা করা গেলে আরও বেশি সংখ্যক গ্রাহক সুবিধা পাবেন। কারণ নানা নিয়মের কারণে এখনও ব্যাঙ্ক গ্রাহকদের একটি অংশের কাছে ডেবিট কার্ড থাকে না। ফলে টাকা জমা করার জন্য তাঁদের সেই ব্যাঙ্কের শাখায় যেতে হয়। কিন্তু ইউপিআই-এর সাহায্যে টাকা জমা করার সুবিধা চালু হলে তাঁদেরও আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার পড়বে না। এর ফলে ব্যাঙ্কের শাখার উপর গ্রাহকদের চাপ আরও কমবে।
তবে ইউপিআই-এর মাধ্যমে CDM-গুলোতে টাকা জমা করার প্রক্রিয়া বা সুবিধা কবে থেকে চালু হবে সেই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক এখনও কিছু ঘোষণা করেনি। যদিও আশা করা হচ্ছে খুব দ্রুতই আর ব্যাঙ্কের শাখায় না গিয়ে ইউপিআই-এর মাধ্যমে টাকা জমা করার সুবিধা চালু হয়ে যাবে।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১ মাসের মধ্যে তৃণমূলের ভোট ২% বাড়ল, বাম ও বিজেপির কী হাল?
👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের
👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন
👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই
👉 B.Ed প্রার্থীদের ধাক্কা আরো বাড়লো, হাইকোর্ট দিল এই নির্দেশ
👉 ৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোনও সুদ ছাড়াই!