IPL ফ্রিতে তো চলছেই, এবার আরো বড় চমক Jio Cinema-এর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IPL-এর মধ্যেই বিরাট চমক Jio Cinema-এর। এবারে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ করে দিয়েছে রিলায়েন্স গোষ্ঠীর অন্তর্গত জিও সিনেমা। বিনা খরচেই যে কোন‌ও নেটওয়ার্কের গ্রাহকরা জিও সিনেমা অ্যাপে আইপিএল সহ অন্যান্য কন্টেন্ট দেখতে পাচ্ছেন।

তবে জিও সিনেমায় যে কোনও কিছু দেখতে গিয়ে ঘনঘন বিজ্ঞাপন দেখানোটা দর্শকদের অনেককেই বিরক্ত করছে। এবার সেই সমস্যা দূর করতে জিও সিনেমার ভিউয়ারদের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থাটি।

কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল জিও সিনেমা এবার তাদের ওটিটি প্ল্যাটফর্মের জন্য পেড প্ল্যান আনতে চলেছে। অবশেষে সেই জল্পনা সত্যি হল। ‘জিও সিনেমা প্রাইম’ নামে একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে আম্বানির সংস্থা। এই পর্যন্ত জেনে কেউ যদি ভাবেন এতদিন ফ্রিতে দিয়ে এবার গুছিয়ে টাকা কামিয়ে নেবে জিও, তাহলে ভুল হবে। কারণ জিও সিনেমা প্রাইম নামে যে প্ল্যানটা নিয়ে আসা হয়েছে সেটার মাসিক খরচ মাত্র ২৯ টাকা!

আরো পড়ুনঃ Paytm এর গল্প গেলো, এবার PhonePe এবং Google Pay এর উপর সরকারের নিষেধাজ্ঞা

একদমই ঠিক পড়ছেন। মাত্র ২৯ টাকা দিয়ে জিও সিনেমা প্রাইমের সদস্য হলে আপনি বিজ্ঞাপন ছাড়াই আইপিএল সহ জিও সিনেমার যাবতীয় কনটেন্ট দেখতে পাবেন। এখানে মাতৃভাষায় দুর্দান্ত সব আন্তর্জাতিক কনটেন্ট দেখা যায়। এই প্রসঙ্গে আরেকটি তথ্য দেওয়া যাক। জিও সিনেমা প্রাইমের মেম্বাররা 4K রেজোলিউশন ভিডিও দেখতে পাবেন।

বিজ্ঞাপন ছাড়াই জিওর যাবতীয় কনটেন্ট দেখার এই দুর্দান্ত প্ল্যানটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে এখানেই বিষয়টা থামছে না। জিও সিনেমা তাদের ভিউয়ারদের জন্য ফ্যামিলি প্যাক’ও নিয়ে এসেছে।

মাসে নির্দিষ্ট পরিমাণ একটি টাকা দিয়ে চারটে ডিভাইস থেকে জিও সিনেমার ফ্যামিলি প্যাকের গ্রাহকরা লগইন করতে পারবেনএর জন্য মাসে খরচ হবে মাত্র ৮৯ টাকা! এই ফ্যামিলি প্যাক দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে জিওর আশা।

আরো পড়ুনঃ গ্রাহকেরা আর টাকা তুলতে পারবে না! এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই বিপদ

উল্লেখ্য জিও সিনেমা কিছুদিন আগেই ওয়াল্ড ডিজনি’র সঙ্গে হাত মিলিয়েছে। ফলে এই মার্কিন সংস্থাটির দুর্দান্ত সব কন্টেন্ট এখন জিও সিনেমায় দেখতে পান গ্রাহকরা। এই যত সামান্য টাকার রিচার্জ প্ল্যান আপনিও যদি নিয়ে নেন সে ক্ষেত্রে বিজ্ঞাপন ছাড়াই মাস জুড়ে দুর্দান্ত সব কন্টেন্ট উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment