RBI Action on Bank: গ্রাহকেরা আর টাকা তুলতে পারবে না! এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই বিপদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবারও রিজার্ভ ব্যাঙ্কের কঠোর শাস্তির কোপে আরও একটি বড় ব্যাঙ্ক। আর তার জেরে ব্যাপক দুশ্চিন্তায় পড়ে গেলেন গ্রাহকরা। বছরখানেক আগে আরবিআই PMC ও Yes Bank-এর বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ করেছিল আবারও তেমনই পদক্ষেপ করল। কঠিন শাস্তি দেওয়া হল মহারাষ্ট্রের এই ব্যাঙ্ককে।

এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এবং তাতে টাকা পর্যাপ্ত মাত্রায় সঞ্চিত থাকলেও গ্রাহকরা এখনই আর সেটা কাজে লাগাতে পারবেন না। কারণ এই ব্যাঙ্কে থাকা সেভিংস, কারেন্ট বা অন্য যে কোন‌ও ধরনের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে RBI.

যে ব্যাঙ্কটির কথা বলা হচ্ছে সেটা মহারাষ্ট্র ভিত্তিক Konark Urban Co-operative Bank। উল্লাসনগরে অবস্থিত এই সমবায় ব্যাঙ্কটি। তাদের উপর একগুচ্ছ বিধি নিষেধ জারি করা হয়েছে। বছরখানেক ধরে একের পর এক সমবায় ব্যাঙ্কের ঘট উল্টোতে শুরু করেছে। এক্ষেত্রে বিপদ আঁচ করে আগাম পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

কোনার্ক আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের যাবতীয় লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। জানিয়ে দিয়েছে, গ্রাহকরা যেমন তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না তেমনই ব্যাঙ্কও গ্রাহকদের জমা রাখা আমানত ব্যবহার করতে পারবেন না।

আরো পড়ুনঃ রান্নার গ্যাস দেখতে বাড়িতে লোক আসবে! এইগুলি ঠিক করে রাখুন

ফলে গ্রাহকরা প্রয়োজন থাকলেও এই সমবায় ব্যাঙ্কের সেভিং, কারেন্ট, রেকারিং কোন‌ও ধরনের অ্যাকাউন্ট থেকে প্রয়োজন থাকলেও আপাতত টাকা তুলতে পারবেন না। গত ২৩ এপ্রিল থেকে এই নির্দেশিকা বলবৎ হয়েছে। এই কঠোর সিদ্ধান্তের কারণ হল মহারাষ্ট্রের সমবায় ব্যাঙ্কটির খারাপ আর্থিক অবস্থা। রিজার্ভ ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাঙ্কটি হয়ত আর কোনও গ্রাহককেই টাকা ফেরত দিতে পারত না।

এদিকে কোনার্ক আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক বর্তমানে কোন‌ও গ্রাহকের থেকে আমানত সংগ্রহ করা, কোথাও বিনিয়োগ করা এইসব কিছু করতে পারবে না। তবে তারা অন্যান্য ব্যাঙ্কিং কাজ চালিয়ে যেতে পারবে তারা। এই সময়কালে ব্যাঙ্কের কোন‌ও সম্পত্তিও বিক্রি করা যাবে না। যতদিন না ব্যাঙ্কটির আর্থিক অবস্থা স্থিতিশীল জায়গায় পৌঁছচ্ছে ততদিন এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে পড়ে যাওয়াতেই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। বিষয়টি নিয়ে যথারীতি কোনার্ক আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুনঃ মে মাসের ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশীট দেবে এতদিন পর

অনেকেই ভাবছেন তাঁদের টাকা বুঝি পুরোপুরি মার গেল। যদিও ব্যাপারটা তেমন নয়। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কোনার্ক আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স তারা বাতিল করছে না। ফলে আশা করা যায় যে এই কঠিন পদক্ষেপগুলির মধ্য দিয়ে ব্যাঙ্কটির আবার হাল ফিরবে।

এদিকে Deposit Insurance and Credit Guarantee Corporation বা DICGC-এর কাছে প্রতিটি ব্যাঙ্কের প্রতিটি অ্যাকাউন্টের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা থাকে। তাই একান্তই যদি শিরপুর মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক আগামী দিনেও তার গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারে তবে পুরোপুরি ভেঙে পড়ার কিছু নেই। কারণ এই বিমার ফলে আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

Leave a Comment