রাজধানীর রাজপথে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে উত্থান অরবিন্দ কেজরিওয়ালের। খড়গপুর আইআইটির এই মেধাবী ছাত্র যৌবনেও রাজনীতির ধারেপাশে ছিলেন না। বরং কর্মরত ছিলেন ভারত সরকারের উচ্চপদে। কেন্দ্রীয় সরকারি আমলা হিসেবে দায়িত্ব পালন করে চলেছিলেন।
কিন্তু দিল্লির নির্ভয়া কাণ্ড এবং দ্বিতীয় ইউপিএ সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে আরও অনেকের মত রাস্তায় নেমেছিলেন কেজরিওয়াল। আন্না হাজারের নেতৃত্বে চলা আন্দোলনের মধ্য দিয়ে তিনি পাদপ্রদীপের আলোয় উঠে আসেন। সেই অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এর হাতে গ্রেফতার হয়েছেন। স্বাধীন ভারতের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হলেন।
কেজরিওয়ালের কয়েকদিন আগে গ্রেফতার হন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার আগে তিনি রাঁচির রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্থাপত্র দিয়ে এসেছিলেন। কিন্তু সেই পথে হাঁটেননি আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি যে এক্ষুণি ইস্তফা দেবেন তেমন সম্ভাবনাও নেই। বরং তাঁর দল আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, কেজরিওয়াল জেলে থেকেই মুখ্যমন্ত্রীত্ব করবেন!
কিন্তু এই প্রতিবেদনে আমরা অন্য একটা বিষয়ে আলো ফেলব। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার আগে কে ছিলেন, তাঁর সম্পত্তি কত ছিল সেইগুলো খতিয়ে দেখব।
রাজনীতিতে আসার আগে অরবিন্দ কেজরিওয়াল কী করতেন?
খড়গপুর আইআইটি’র মেধাবী ছাত্র ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেখান থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তবে অন্যান্য অনেক মেধাবীর মত বড় কর্পোরেট সংস্থায় যোগ না দিয়ে দেশের মানুষের সেবা করতে চেয়েছিলেন। তাই এরপর সিভিল সার্ভিসের পরীক্ষায় বসেন। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের পরীক্ষায় পাশ করে তিনি IRS অফিসার হন। তাঁর স্ত্রীও একই চাকরিতে ছিলেন। সেখান থেকেই দুর্নীতিবিরোধী আন্দোলনের হাত ধরে রাজনীতির ময়দানে এসে পড়েন কেজরিওয়াল।
অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তি কত?
অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির প্রমাণযোগ্য হিসেব পাওয়া যায় ২০১৫ সাল থেকে। কারণ সেবারই প্রথম নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। তাই নিয়ম মাফিক মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁকে সম্পত্তির খতিয়ান দিতে হয়েছিল।
সেখান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৫ সালে যায় অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তি ছিল ২.০৯ কোটি টাকা। তার পরের পাঁচ বছরে উল্লেখযোগ্য হারে কেজরিওয়ালের সম্পত্তি বৃদ্ধি পায়। ৬৪.১২% বৃদ্ধি পেয়ে ২০২০ সালে তা হয় ৩.৪৪ কোটি টাকা।
ওই বছর দ্বিতীয়বার দিল্লি বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কেজরিওয়াল যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানেই এই সম্পত্তি বৃদ্ধির হিসাব পাওয়া গিয়েছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 কোনো ব্যাঙ্ক বাদ নেই! সবগুলোকেই এই বিষয়ে সতর্ক করলেন RBI গভর্নর
👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার
👉 ১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো
👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো
👉 ৩ মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড, আদেশ দিল সুপ্রিম কোর্ট