A huge victory for workers on DA and salaries this HC judgment changed their lives
WhatsApp Group Join Now

ন্যায্য বেতনের দাবিতে হাইকোর্টে মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকারি সংস্থা। শুধু তাই নয় নোটিশ জারি করে জানানো হয়েছিল, যেহেতু আদালতে মামলা চলছে তাই কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না।

একটি সরকারি সংস্থা যে এমন করতে পারে তা কেউ হয়ত কস্মিনকালেও কল্পনা করতে পারেননি। কিন্তু এটাই ঘটেছে বাস্তবে। তবে অবশেষে বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে হাইকোর্ট। বিচারপতিরা রায় দিতে গিয়ে বিষয়টিকে পুরোপুরিভাবে কর্মচারীদের মৌলিক অধিকারের পরিপন্থী বলে জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে। গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা ন্যায্য বেতনের দাবিতে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেন। এরপরই সংস্থাটি বিজ্ঞপ্তি জারি করে ২০২৩ সালের ২১ জুন জানায়, যেহেতু হাইকোর্টে মামলা চলছে তাই কর্মী ও অবসরপ্রাপ্তদের সপ্তম বেতন কমিশনের হারে বেতন, পেনশন দেওয়া হবে না। বিষয়টি নিয়ে জটিলতা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে বেশ কিছু কর্মী অবসর নেওয়ার আগে পেনশনের কথা চিন্তা করে চাপে পড়ে পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন।

তবে অনেকেই তারপরেও মামলা চালিয়ে যাচ্ছিলেন। আর তাতেই মুম্বই হাইকোর্ট এক উল্লেখযোগ্য রায় দিয়েছে। বিচারপতিরা প্রথমেই জানিয়েছেন, কর্মচারীরা সংস্থার বেতন বা অন্য কোন‌ও কারণ নিয়ে অসন্তুষ্ট হলে আদালতের দ্বারস্থ হতেই পারেন। এটা তাঁদের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারে একটি সরকারি সংস্থার এমন অবাঞ্চিত হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।

আদালতের রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। কারণ মুম্বই হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করে সংস্থার কর্মীদের সপ্তম বেতন কমিশনের হারে বেতন ও মহার্ঘ ভাতা দিতে হবে। একই কথা খাটবে পেনশনভোগীদের ক্ষেত্রেও। এই প্রায় ৬ বছরের বকেয়া বেতন এবং পেনশন আগামী ৬ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গোয়া সরকারের এই সংস্থাটিকে

মুম্বই হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন কর্মীরা। কারণ বেতন বৃদ্ধির পাশাপাশি তাঁরা প্রতিবাদ ও লড়াইয়ের অধিকার ফিরে পেলেন বলে মনে করছেন।

WhatsApp Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 প্রতি মাসে রান্নার গ্যাস তো কিনছেন, এতে কেন্দ্র ও রাজ্যের কত টাকা লাভ থাকে জানেন কি?

👉 লটারির থেকে কম নয় সরকারি কর্মীদের জন্য! এক একজন পাবে ২ লাখ টাকা

👉 একসাথে ৪০০০ শিক্ষকের চাকরি বাতিল! ২৫ হাজার টাকা মাইনে আর মিলবে না

👉 এপ্রিলের শুরুতেই ৩২ টাকা কমে গেল গ্যাসের দাম! কোলকাতায় নতুন দাম কত?

👉 ভোটের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো, কবে থেকে ছুটি শুরু? জারি হলো বিজ্ঞপ্তি

👉 মহিলাদের জন্য এই ৪ টি প্রকল্প, ভোটের আগেও ছিল ভোটের পরেও থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *