Government employees will get 2 months salary in April Why give so much money together
WhatsApp Group Join Now

সোনায় সোহাগা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য। নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই এপ্রিল মাসে একবারের না  দুইবারের টাকা পাবেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই প্রথম ধাপের টাকা ঢুকে গিয়েছে। আরও এক ধাপের টাকা আসা বাকি।

নিশ্চয়ই ভাবছেন যে মোট বেতনের পরিমাণ অর্ধেক করে দেওয়া হচ্ছে কিনা! একেবারেই নয়। মোট পরিমাণের টাকাই ডবল করে দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের। তাহলে কি পুজোর বোনাস এখনই! নাকি অন্য কোনও নতুন ভাতা চালু করা হয়েছে সরকারি কর্মীদের জন্য? উঠছে হাজারও প্রশ্ন।

প্রতি মাসের 28 থেকে 30 তারিখের মধ্যেই সেই মাসের বেতন হাতে পান রাজ্যের সরকারি কর্মচারীরা। এবারে তা হয়নি। একেবারে 3 তারিখের মধ্যেই ঢুকে গিয়েছে টাকা। কথাটা হচ্ছে মার্চ মাসের। মার্চ মাসের মাইনে এপ্রিলের তিন তারিখে ঢুকেছে।

আসলে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে এপ্রিল মাস থেকেই। প্রতি বছর মার্চের টাকা এপ্রিলেই দেওয়া হয় কর্মীদের। ওই 2-3 তারিখ নাগাদ, দুপুরের মধ্যে। কিন্তু এবার তা হয়নি। টাকা ঢুকেছে সন্ধ্যেবেলা নাগাদ। অর্থাৎ এবার এপ্রিলের শুরুতে মার্চের মাইনে হয়েছে। এপ্রিলের শেষে এপ্রিলের মাইনে হবে। ওই 28 থেকে 29 তারিখ নাগাদ।

বছরের শেষে 31 মার্চ অবধি ব্যাঙ্কের সমস্ত ট্রানজেকশনের হিসাবপত্র করা হয়। নতুন অর্থ বছরের শুরু জিরো ব্যলান্স থেকে আবার নতুন করে হিসাব করা হয় বলেই মার্চে মাইনে দেওয়া হয় না। একেবারে এপ্রিলে দেওয়া হয়।

ইতিমধ্যে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে এখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ভাতা 10% বেড়ে 14% হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর আগে জানুয়ারি মাস থেকে 4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এর পরই এই নতুন ঘোষণা দেওয়া হয়েছে। ভাতার এই বৃদ্ধি মে মাস থেকে কার্যকর হবে। রাজ্য বাজেট অধিবেশন চলাকালীন এই নতুন ঘোষণা করা হয়েছে।

WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করার সময়, সামাজিক কল্যাণ এবং কর্মসংস্থানের জন্য বেশ কয়েকটি নীতি ঘোষণা করেছিলেন। তিনি 2024-25 আর্থিক বছরের জন্য 3,66,166 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতেই হবে? নাহলে কি ভোট দেওয়া যাবেনা?

👉 বছরে ২ বার ৫০০০ টাকা করে পাবেন, এই প্রকল্পে আবেদন করলেই

👉 লোনের EMI মিস হলেও আর চিন্তা নেই, গ্রাহকদের জন্য RBI এর নতুন নিয়ম

👉 DA এবং বেতন নিয়ে কর্মীদের বিরাট জয়, হাইকোর্টের এই রায়ে তাদের জীবন বদলে গেল

👉 প্রতি মাসে রান্নার গ্যাস তো কিনছেন, এতে কেন্দ্র ও রাজ্যের কত টাকা লাভ থাকে জানেন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *