ভোটের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো, কবে থেকে ছুটি শুরু? জারি হলো বিজ্ঞপ্তি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১/৮: ভোটের বছরে বদলে গেল স্কুল চলার রুটিন। লোকসভা নির্বাচন থাকায় এবার গরমের ছুটির আগেই স্কুলগুলিতে আলাদা করে ছুটি পড়তে চলেছে। তবে এই ছুটি সর্বত্র সমান দিনে থাকবে না। দফায় দফায় লোকসভা নির্বাচন হবে। যে দফায় যে এলাকায় ভোট থাকবে সেখানকার স্কুলগুলিতে ছুটি দেওয়া হবে।

২/৮: তবে নির্বাচনের প্রথম দুটি দফা হয়ে যাওয়ার পরই বাংলার স্কুলগুলোতে এবার গ্রীষ্মের ছুটি পড়ে যাওয়ার কথা। ফলে পরবর্তী দফার নির্বাচনের জন্য নতুন করে আর স্কুল ছুটি দিতে হচ্ছে না। তবে প্রচন্ড গরম পড়তে পারে সেই অনুমান, সঙ্গে লোকসভা ভোট থাকায় এবার গরমের ছুটির দিন সংখ্যা বেশ কিছুটা বেড়েছে ।

৩/৮: সাধারণত মে মাসের শেষের দিকে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলে সেই ছুটি। কিন্তু গত বছর অত্যধিক গরম পড়ায় অনেকটাই এগিয়ে এসেছিল গরমের ছুটি। আগের বছর ২ মে থেকে গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুই দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত ১৫ জুন আবার স্কুলমুখী হয়েছিল পড়ুয়ারা।

৪/৮: কিন্তু এবার নির্বাচন ও গরমের কথা মাথায় রেখে আগেভাগেই অর্থাৎ ৬ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে বাংলার স্কুলগুলিতে। তা চলবে ২ জুন পর্যন্ত

৫/৮: তবে তার আগেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোট। আর ওই দিনই নির্বাচন আছে রাজ্যের একেবারে উত্তরের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে

৬/৮: এদিকে নির্বাচন মানেই বিভিন্ন স্কুলে পোলিং বুথ তৈরি করা থেকে শুরু করে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীদের থাকার বন্দোবস্ত করার বিষয়টি অতি পরিচিত ঘটনা। এইসব দিকে লক্ষ্য রেখে তাই প্রথম দফার নির্বাচনের সময় ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের ওই তিন জেলায় স্কুল বন্ধ থাকবে

৭/৮: আবার দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। ঐদিন বাংলার দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই তিন কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা। সেই দিকে তাকিয়ে ওই তিন লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্কুলগুলিতে ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮/৮: সোমবার অর্থাৎ ১ এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী বিভিন্ন জেলার স্কুলগুলির ছুটির আলাদা আলাদা দিনের কথা ঘোষণা করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে আগামী ৬ মে থেকে রাজ্য স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়তে চলেছে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 মহিলাদের জন্য এই ৪ টি প্রকল্প, ভোটের আগেও ছিল ভোটের পরেও থাকবে

👉 একসাথে ৪০০০ শিক্ষকের চাকরি বাতিল! ২৫ হাজার টাকা মাইনে আর মিলবে না

👉 ৫ বছর পর রেলের নতুন নিয়ম! এবার এর জন্যও বেশি টাকা দিতে হবে

👉 এপ্রিলের শুরুতেই ৩২ টাকা কমে গেল গ্যাসের দাম! কোলকাতায় নতুন দাম কত?

👉 বিমার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে, আগের থেকে এটি অনেক ভালো

Leave a Comment