ভোটের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখা যাবে রেজাল্ট?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দামামা বেজে গিয়েছে লোকসভা ভোটের। প্রচার চলছে। ওদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শেষ হওয়ায় আনন্দে আত্মহারা পড়ুয়াদের মনেও একটু একটু ভয় জমছে। সামনে রেজাল্ট। কী হয়, কী হয়। এরই মাধ্যমে রেজাল্টের সম্ভাব্য সময় জানিয়েছে দিয়েছে শিক্ষামহল। তাহলে কবে বেরোবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট!

নতুন প্রধানমন্ত্রী গদিতে বসার আগেই রিলিজ করা হবে রেজাল্ট। পশ্চিমবঙ্গ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে। অতীতের প্রবণতা অনুসরণ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহে 10 শ্রেনীর ফলাফল আশা করা যেতে পারে।

যেমন গত বছর 19 মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবছর মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট! সংসদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট দেওয়া হবে।

জানা গিয়েছে, চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18 লক্ষ। এদের মধ্যে অনেকেরই ইতিমধ্যেই নম্বর জমা পড়ে গিয়েছে। এন্ট্রিও হয়ে গিয়েছে। খাতা দেখার প্রায় প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে পর্ষদ। এবার শুধু রেজাল্টের নির্ঘ্যন্ট প্রকাশের পালা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট

WB মাধ্যমিক ফলাফল ওয়েবসাইট-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

wbbse.wb.gov.in, wbresults.nic.in

WB এইচএস ফলাফল ওয়েবসাইট-

wbchse.wb.gov.in, wbresults.nic.in

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চেক করার পদক্ষেপ

  • অফিসিয়াল ওয়েবসাইট- wbchse.wb.gov.in দেখুন।
  • এইচএস পরীক্ষার ফলাফল লিঙ্কে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় লগ-ইন শংসাপত্র হিসাবে নিবন্ধন নম্বর, রোল নম্বর, জন্ম তারিখ ব্যবহার করুন
  • এরপর পরীক্ষার স্কোরকার্ড PDF ডাউনলোডের করে নিন।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট পিডিএফ ডেস্কটপ/ ল্যাপটপে সেভ করে রাখুন যাতে আরও ভবিষ্যতে ব্যবহার করা যায়।

প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 24 মে ঘোষণা করা হয়েছিল। পরীক্ষায় পাসের হার ছিল 89.3 শতাংশ। মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল 86.15 শতাংশ।

আগামী বছর যে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে তাদের জানা উচিত যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 থেকে 18 মার্চ অনুষ্ঠিত হবে, এবং মাধ্যমিক পরীক্ষা 12 থেকে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক, এইচএস পরীক্ষার বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট- wbbse.wb.gov.in, wbchse.wb.gov.in দেখুন।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৬ মাস টাকা তোলা যাবেনা, এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা দিল RBI

👉 ৫ লাখ টাকার বেশি নয়! সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে সরকারি কর্মীরা

👉 SBI এর কর্মচারীরা এবার শুধরে যাবে! ব্যাঙ্ক কর্তৃপক্ষ গোপনে করবে এই কাজ

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর! এবার ৩৫ লাখ টাকা পাবে এই কাজের জন্য

👉 খরচ বাড়ার তো কথা নয়! ২০২৪ এ ফের সুখবর দিল RBI

👉 দামে কম কিন্তু ভালো চাল, আটা দেবে সরকার! কোথায় গেলে পাবেন জেনে নিন

Leave a Comment