অতিরিক্ত লাভের আশায় আর জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF-এ বেশি টাকা রাখতে পারবেন না পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। এই বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থমন্ত্রক। এই নির্দেশিকা অতীতেও ছিল।
কিন্তু সম্প্রতি সরকারের নজরে আসে অতিরিক্ত লাভের আশায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ নির্ধারিত মাত্রার থেকেও বেশি অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করছিলেন। এর ফলে সুদ বাবদ সরকারের অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছিল। তা ঠেকাতেই এমন সিদ্ধান্ত। এই পদক্ষেপের জেরে রাজ্য সরকারি কর্মীদের যে কিছুটা হলেও আর্থিক ক্ষতি হবে তা বলা যায়।
পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত নিয়ম হল, রাজ্য সরকারি কর্মীরা বেতনের ৬ শতাংশ অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারবেন। বর্তমানে জিপিএফ-এ সরকার ৮% হারে সুদ প্রদান করে, যা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা অন্য যে কোনও জায়গার তুলনায় বেশ কিছুটা বেশি। তাই রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ বেতনের মোটা টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করতে শুরু করেন। এক্ষেত্রে উদ্দেশ্যটা পরিষ্কার, অতিরিক্ত অর্থ রাখার ফলে অতিরিক্ত সুদ প্রাপ্তি হবে। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের এই পদক্ষেপের ফলে সরকারের ভাঁড়ার থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছিল।
নিজেদের খরচ নিয়ন্ত্রণে রাখতেই রাজ্য সরকারের অর্থমন্ত্রক সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৫ লক্ষ টাকার বেশি জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারবেন না। বেতনের ৬ শতাংশ অর্থ জমা করার পাশাপাশি জিপিএফ-এ টাকা রাখার সর্বোচ্চ সীমাও রাজ্য সরকার বেঁধে দেওয়ায় সার্বিকভাবে সরকারি কর্মীদের আর্থিক ক্ষতি হল। তবে সরকার যা করেছে পুরোটাই নিয়মের মধ্যে থেকে করায় সেভাবে কেউ প্রতিবাদ করতে পারছেন না।
অপরদিকে পশ্চিমবঙ্গ সরকারের থেকে বেতন পাওয়া স্কুল শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য জিপিএফ ব্যবস্থা অনলাইন করা হয়েছে। এতদিন তাঁদের নিজেদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের পরিস্থিতি জানতে হলে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হত। তবে এই নতুন নিয়মের ফলে তাঁরা অনলাইনেই সবকিছু দেখে নিতে পারবেন। সরকারের এই পদক্ষেপে খুশি শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সতর্কতা জারি করল! যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন
👉 চেকে টাকা লিখেই Only লেখা হয় কেন? না লিখলে কী হবে?
👉 ব্যাঙ্কে গিয়ে আর ভিড় করতে হবে না, এইভাবেই টাকা জমা করতে পারবেন
👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের
👉 B.Ed প্রার্থীদের ধাক্কা আরো বাড়লো, হাইকোর্ট দিল এই নির্দেশ