লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসার প্রক্রিয়া অব্যাহত। মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির পর এবার বাড়ল বেসিক বেতন। এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি করেছে মোদি সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের খুশি আর ধরছে না।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার কথা বেশিরভাগ মানুষই ইতিমধ্যে জেনে গিয়েছেন। এরই পাশাপাশি মোদি সরকার এবার LIC-এর কর্মীদের ১৭ শতাংশ বেসিক পে বা বেতন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়ায় কর্মরত ১ লক্ষ কর্মী ও অবসরপ্রাপ্ত ৩০ হাজার কর্মী উপকৃত হতে চলেছেন।
আগামী অগস্ট মাস থেকে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে এলআইসি কর্তৃপক্ষের বার্ষিক ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। উল্লেখ্য, বেসিক পে বাড়ায় এলআইসি কর্মীদের সেই অনুপাতে বাকি ভাতা প্রাপ্যের পরিমাণও বৃদ্ধি পাবে।
এর পাশাপাশি চলতি মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর যে সকল বেতন ও ভাতা বৃদ্ধি পেয়েছে তার তালিকা-
DA বেড়েছে
লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদি সরকার। ডিএ বা মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকরী হবে। ফলে গত তিন মাসের প্রাপ্য অতিরিক্ত মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে আগামীতে যোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যে অনেকটাই বাড়ল তা আর বলার অপেক্ষায় রাখে না।
গ্রাচুইটি বেড়েছে
লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিয়েছে। এর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের যে প্রভূত উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। ফলে মাসের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের অংশ হিসেবে এবার থেকে অনেকটাই বেশি টাকা ঢুকবে।
HRA বেড়েছে
পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক বড় প্রাপ্তি ঘটেছে। অনেকদিন ধরেই তাঁরা বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেটিও কার্যকর করার কথা ঘোষণা করেছে সরকার। এতদিন ‘X’ ক্যাটাগরির কর্মীরা ২৭ শতাংশ HRA পেতেন। তাঁদেরকে এবার থেকে ৩০ শতাংশ দেওয়া হবে। ‘Y’ ক্যাটাগরির কর্মীরা ১৮ শতাংশ HRA পেতেন, তাঁদেরকে দেওয়া হবে ২০ শতাংশ করে। আর ‘Z’ ক্যাটাগরির কর্মীদের HRA-এর পরিমাণ ছিল ৯ শতাংশ, তাঁরা এবার থেকে পাবেন ১০ শতাংশ।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 কৃষক বন্ধু প্রকল্পে ১০,০০০ টাকা তো মিলবেই, তার সাথে আরো ১টি সুবিধা দেবে সরকার
👉 ৫০ দিন একদম ফ্রি! শুধুমাত্র জিও ব্যবহারকারীদের জন্য, কীভাবে পাবেন জানুন
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ
👉 মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই, এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা
👉 লোনের টাকা দিতে না পারলেও চাপ নেই, এবার সুরক্ষা দেবে RBI
👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ