government has started paying 2000 rupees for 16th installment of PM Kiasn
WhatsApp Group Join Now

লোকসভা ভোটের আগেই লাভ কৃষকদের। অনুমান মত জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিসান যোজনার ১৬ তম কিস্তির টাকা পাঠানো শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে দেশের ১১.৮ কোটি কৃষক উপকৃত হতে চলেছেন। তবে এবার একটি সমস্যা দেখা যাচ্ছে। বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বলে অভিযোগ।

স্বাধীনতার ৭৫ বছর পর আজও ভারতের কৃষি ক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে। এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব কতটা তা পরিষ্কার। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভাল নয়।

সেই পরিস্থিতি বদলাতেই মোদি সরকার ২০১৯ সালে পিএম কিসান যোজনা (PM Kisan Yojana) চালু করেছেগত নভেম্বর মাসে পিএম কিসানের ১৫ তম কিস্তির অর্থ পেয়েছেন দেশের কৃষকরা। ১৬ তম কিস্তির টাকা পাওয়া নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল।

তবে অনুমান করা হচ্ছিল মার্চ মাসের প্রথম দিকেই সেই টাকা ছেড়ে দেবে কেন্দ্র। সেই জল্পনাকে সত্যি করেই অবশেষে পিএম কিসানের ১৬ তম কিস্তির ২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়ার শুরু হয়েছে

পিএম কিসান যোজনায় প্রত্যেক কৃষককে কেন্দ্রীয় সরকার বছরে ৬,০০০ টাকা করে দেয়। মোটামুটি চার মাস অন্তর প্রত্যেক কৃষক কেন্দ্রের কাছ থেকে ২,০০০ টাকা করে পান। তবে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে E-KYC প্রক্রিয়া সংক্রান্ত আপডেট জানানো হয়নি বা লিঙ্ক জনিত কিছু সমস্যা অতীতে দেখা দিয়েছিল তাঁদের অনেকের‌ই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে প্রথমেই পিএম কিসানের টাকা ঢোকায় সমস্যা হচ্ছে বলে খবর।

পিএম কিসানের ১৬ তম কিস্তির অর্থ ঢোকা নিয়ে কোনরকম সমস্যা দেখা দিলে তাদের গ্রিভান্স সেলের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে আপনার বক্তব্যের সার্বত্তা খুঁজে পেলে দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যবস্থা করে দেওয়া হবে।

WhatsApp Group Join Now

এর জন্য নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করুন-

(1) প্রথমে pmkisan.gov.in-এই ওয়েবসাইটে ঢুকুন।

(2) নাম, ফোন নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে লগইন করুন।

(3) এখানে Grievance Deshboard বলে একটি বিভাগ পাবেন, তার অধীনে Lodge Public Grievance অপশনে ক্লিক করুন।

(4) এবার Agriculture and Farmers Welfare ডিপার্টমেন্ট অপশন বেছে নিন।

(5) PM Kisan Yojana Related Issues সিলেক্ট করুন।

(6) পিএম কিসান প্রকল্পে আপনার কী সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করুন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ১৬ তম কিস্তির অর্থ ঢোকেনি সেই বিষয়টাই মূলত বোঝান।

(7) নিচে একটা টেক্সট বক্স খুলে যাবে, সেখানে আপনার সমস্যার কথা লিখে দিন।

(8) এবার ক্যাপচা কোড বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।

(9) এরপর আপনাকে একটি টোকের নম্বর দেবে সেটি কাছে রেখে দিন। সাধারণত নিয়ম অনুযায়ী ১৫-৩০ দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৩৩৬০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জন্য

👉 মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই, এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা

👉 ৫০ দিন একদম ফ্রি! শুধুমাত্র জিও ব্যবহারকারীদের জন্য, কীভাবে পাবেন জানুন

👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ

👉 এসব থেকে দূরে থাকতে বলছে সরকার, নাহলে দেওয়া হবে কঠোর শাস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *