১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আর না থাকার মধ্যে কী পার্থক্য, তা বোধহয় সকলেই জানেন। কারণ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আজকাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া প্রায় সবকিছুই আটকে যায়।

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিসান যোজনার মত প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্তই হল মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এদিকে আধার সংক্রান্ত তথ্য আপডেট করতে হলেও আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। কিন্তু আজও কোটি কোটি দেশবাসীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কেন করতে হয়?

আধার কার্ডের সঙ্গে আপনার ব্যবহৃত মোবাইল নম্বর লিঙ্ক করাটা দরকার, কারণ আপনি আধার কার্ডের মাধ্যমে কোন‌ও প্রকল্পের জন্য আবেদন করুন বা UIDAI-এর আধার পোর্টালে ঢুকুন, সর্ব ক্ষেত্রেই লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP আসেএই ওটিপি ছাড়া কোন‌ও কাজ হয় না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে সমস্যাটা ঠিক কোন জায়গায় হবে।

এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়ার, অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে UIDAI. তা ১৪ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এই সুবিধা পেতে গেলেও আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, না হলে mAadhaar পোর্টালে ঢুকতেই পারবেন না।

আধার কার্ডের সঙ্গে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার একটি সহজ পদ্ধতি সম্প্রতি UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে। সেটাই আপনাদের সামনে তুলে ধরা হল-

(১) আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার বিষয়টি বাড়িতে অনলাইনে করা সম্ভব নয়। এর জন্য আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

(২) শুধুমাত্র আপনার আসল আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে গেলেই হবে।

(৩) ওখানে গিয়ে একটি আধার কার্ড কারেকশন ফর্ম ভর্তি হবে। তবে এটা মোটেও জটিল বিষয় নয়।

(৪) ফর্মটি জমা দেওয়ার পর আধার সেবা কেন্দ্রের কর্মচারি বা এক্সিকিউটিভ আপনার আঙুলের ছাপ, আইরিস স্ক্যান ইত্যাদি করবেন বা বায়োমেট্রিক ম্যাচ করাবেন।

(৫) এরপর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য UIDAI নির্ধারিত ৫০ টাকা ফি আপনাকে দিতে হবে।

(৬) এবার ওই এক্সিকিউটিভ আপনার লিঙ্কের কাজ করে দেবেন।

(৭) আপনাকে একটা URN নম্বর দেওয়া হবে।

(৮) ওই নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।

(৯) নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো

👉 কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা বড় কথা না, এই নিয়মটা জানা জরুরী

👉 ৩ মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড, আদেশ দিল সুপ্রিম কোর্ট

👉 স্কুলে মোবাইল ঘাঁটা তো যাবেই না! তার সাথে মোট ৩ টি নিয়ম মানতে হবে

👉 Jio-র পৌষ মাস, Paytm-এর সর্বনাশ! জিও এইভাবে লুটে নিল ফায়দা

Leave a Comment