লাগাতার আন্দোলন করেও লড়াইয়ের সুফল যেন শেষ ধাপে গিয়ে বারবার আটকে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে তাঁরা কলকাতার রাজপথে বসে আন্দোলন করছেন। সকল রাজ্য সরকারি কর্মী সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
কলকাতা হাইকোর্ট পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু যথারীতি রাজ্য সরকার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। সোমবার অর্থাৎ ১৮ মার্চ সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানির কথা ছিল। কিন্তু গত কয়েকবারের মত এবারেও শেষ পর্যন্ত সময়ের অভাবে মামলার শুনানি হয়নি।
সর্বোচ্চ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছে। সোমবার এই বেঞ্চেই মামলাটি তালিকাভুক্ত ছিল। কিন্তু বিচারপতিরা ৩৯ নম্বর পর্যন্ত মামলা শোনার পর বেঞ্চ থেকে উঠে পড়েন।
অর্থাৎ সারাদিনের মত কাজ স্থগিত করে দেন। ফলে এবারেও একটুর জন্য আর ডিএ মামলার শুনানি হতে পারল না। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ আদালতে বারবার শুনানির দিন পিছিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে হতাশা বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। তবে তাঁরা হাল ছাড়তে রাজি নন।
উল্লেখ্য, রাজ্য সরকারের বিরুদ্ধে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কর্মীদের বঞ্চনা করার অভিযোগ বেশ পুরনো। বারবার এই বিষয়ে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় রাজ্য সরকারি কর্মীরা আন্দোলনের পথে হেঁটেছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে একবার বলেছিলেন, ডিএ কর্মীদের সরকারের তরফ থেকে উপহার, তা কোনও বাধ্যতামূলক বিষয় নয়। যদিও রাজ্য সরকারি কর্মীরা তা মানতে রাজি নন।
উল্লেখ্য ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন। অপরদিকে রাজ্য সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র ১০ শতাংশ ডিএ পাচ্ছেন। তবে রাজ্য বাজেটে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী মে মাস থেকে আরও ৪ শতাংশ ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা মে মাস থেকে ১৪ শতাংশ ডিএ পাবেন। তারপরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তাঁদের ৩৬ শতাংশ কম হারে ডিএ পেতে হবে।
গত ১৪ মাসে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মীদের ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। কিন্তু একে বেতন কমিশনে পিছিয়ে থাকা এবং তার উপর দীর্ঘ সময় ধরে ডিএ না বাড়ানোয় রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তুঙ্গে উঠেছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ডবল ধামাকা! বছরে ২ বার করে IPL, কোন কোন সময়ে হবে?
👉 রাস্তায় টোটোর দাপাদাপির দিন শেষ! বিরাট পদক্ষেপ নিল প্রশাসন
👉 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল! ১ টি না এতগুলি সুবিধা দেবে সরকার
👉 ১০০০ টাকার নতুন এই নোট কবে থেকে দেখা যাবে? সামনে এল RBI-এর আপডেট
👉 ১৯ মার্চ লাস্ট ডেট! আর সময় বাড়ানো হবেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন